কলকাতা: রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সে কারণে হাওড়া শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন। বাতিল করা হয়েছে ৮টি লোকাল ট্রেন। তালিকায় রয়েছে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটির রুটের একাধিক লোকাল ট্রেন। খানা সেকশনেও বাতিল হয়েছে লোকাল। একইসঙ্গে বেশ কিছু দূরাপাল্লার ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে এদিন সকাল থেকেই যাত্রী দুর্ভোগ বিভিন্ন শাখায়।
প্রসঙ্গত, কোভিড পরবর্তী সময়ে গত এক থেকে দেড় বছর ধরে রেলের কাজের জন্য হাওড়া-শিয়ালদহ দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে। ঘুরপথে চালানো হয়েছে বহু দূরপাল্লার ট্রেনকে। কখনও চলেছে রেল ট্র্যাকের কাজ, কখনও চলেছে সিগন্যালিংয়ের আপডেট, কখনও আবার বিভিন্ন জায়গায় হয়েছে রেলের ওভারব্রিজের মেরামতির কাজ। সে কারণেই শনি-রবিবার সবথেকে বেশি সংখ্যায় বাতিল করা হয়েছে ট্রেন।
এদিকে এদিন আবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের লিখিত পরীক্ষা রয়েছে। সে কারণে আবার রেলের তরফে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চলছে সেই ট্রেনগুলি। রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে আগাম ট্রেন বাতিলের ঘোষণা থাকলেও স্পেশ্যাল ট্রেনের সংখ্যা মিলিয়ে এদিন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে ট্রেনের সংখ্যা। যদিও যাত্রীদের অভিযোগ, এদিন সকাল থেকে নানা স্টেশনে দেরিতে ঢুকছে লোকালগুলি। ফলে ভিড় বাড়ছে অনেক বেশি।