AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Attacks Babul: দিলীপ কার কাছে ফ্ল্যাট নিয়েছেন? জানলেও বলবেন না বাবুল, পাল্টা খোঁচা পদ্ম নেতার

Dilip Attacks Babul: বাবুল সুপ্রিয়ই ফুঁসে উঠলেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। সাফ বললেন, আমি মুখ খুললে আসল চেহারা ধরা পড়বে বিজেপির। তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। পাল্টা দিলেন দিলীপও।

Dilip Attacks Babul: দিলীপ কার কাছে ফ্ল্যাট নিয়েছেন? জানলেও বলবেন না বাবুল, পাল্টা খোঁচা পদ্ম নেতার
পাল্টা আক্রমণ দিলীপের Image Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 9:46 PM
Share

কলকাতা: একসময় তিনি ছিলেন পদ্ম শিবিরে। একুশের বিধানসভা নির্বাচনের পর এলেন ঘাসফুল শিবিরে। তৃণমূলে আসার পর বালিগঞ্জ উপনির্বাচনে জয় পান তৃণমূলের টিকিটে। মন্ত্রীও হয়েছেন। এবার সেই বাবুল সুপ্রিয়ই ফুঁসে উঠলেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। সাফ বললেন, আমি মুখ খুললে আসল চেহারা ধরা পড়বে বিজেপির। তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। পাল্টা দিলেন দিলীপও। প্রসঙ্গত, বিজেপিতে থাকার সময়েই দিলীপের সঙ্গে একাধিকবার তাঁকে বাগবিতণ্ডাতেও জড়াতে দেখা গিয়েছে। এবার একেবারে প্রশ্ন তুলে দিলেন মেদিনীপুরের সাংসদের ফ্ল্যাট নিয়ে। 

এদিন বাবুলকে বলতে শোনা যায়, ‘আমি মুখ খুললে আসল চেহারা ধরা পড়বে বিজেপির। কিন্তু, তৃণমূলকে ধন্যবাদ। আমাকে তারা সেভাবে ব্যবহার করেননি। কখনও বলেনি এগুলো বলার জন্য। কিন্তু দিলীপ ঘোষ কার থেকে ফ্ল্যাট নিয়েছেন আমি জানি। বলব না এগুলো।’ তাঁর এ মন্তব্য নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বাবুলকে পাল্টা দিতে কিন্তু ছাড়েননি দিলীপ।

পাল্টা কড়া আক্রমণ শানিয়ে দিলীপ বলেন, “ও কী বলবে! আমি তো প্রকাশ্যে বলছি লোকের বাড়িতে থাকি। আমি ফ্ল্যাট পয়সা দিয়ে কেনেছি সেখানে যাব তখন দেখব গিয়ে। উনি কেন আসানসোলে যান না? হিম্মত থাকলে যান। ভবানীপুরে ঢুকতে পারেন না কেন? আগে ঢুকে দেখাক। তারপর দিলীপ ঘোষের সঙ্গে পাঙ্গা নেবে। আর যদি কিছু জানে তাহলে বলুক। আমি শুনতে রাজি আছি। পারলে এফআইআর করুক আমার নামে সিআইডি, সিবিআইয়ের কাছে। আমি ফেস করতে রাজি আছি। কিন্তু, ওনার পিএ-কে কেন সিবিআই ডাকে? আমাকে তো ডাকেনি।”