Chief Minister Mamata Banerjee: ‘চাইলে নির্বাচন কমিশনের চাকরি করতে পারেন’, এবার মমতার তোপের মুখে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব

Chief Minister Mamata Banerjee: উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র বা মহকুমায় ভোটের বিধি তথা আচরণবিধি কার্যকর থাকতে পারে। কিন্তু তার জন্য গোটা রাজ্যের কাজ কেন থেমে থাকবে? সূত্রের খবর, এদিনের বৈঠকে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার উত্তরে মুখ্যসচিব নির্বাচন কমিশনের বিধির কথা বলেন।

Chief Minister Mamata Banerjee: ‘চাইলে নির্বাচন কমিশনের চাকরি করতে পারেন’, এবার মমতার তোপের মুখে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 11:20 PM

কলকাতা: কখনও বাংলায় অবাঙালিদের ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, কখনও সরকারি জমি দখল নিয়ে ক্ষোভে ফুঁসছেন, কখনও আবার ফুটপাতের বেদখল নিয়ে চিন্তা। মুখ্যমন্ত্রীর আল্টিমেটাম পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। বেআইনি দখল তুলতেও মাঠে নেমেছে পুলিশ। রাজপথ কাঁপাচ্ছে বুলডোজার। এবার ভোট মিটতে না মিটতেই মমতার চিন্তা বাড়াচ্ছে রাজ্যের উন্নয়ন। কেন রাজ্যের উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে তার উত্তর খুঁজতে ডাক পড়ল মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের। সূত্রের খবর, ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েছেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব! সূত্রের দাবি, এ দিনের বৈঠকে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের উদ্দেশে লাগাতার ক্ষোভ উগরে দেন মমতা। তা নিয়েই চর্চা চলছে প্রশাসনিক মহলে। 

উপনির্বাচনের জন্য বিভিন্ন জেলায় কাজ আটকে রয়েছে। বিশেষ করে প্রশাসনিক পরিষেবা প্রদান বা উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। আইনশৃঙ্খলারও অবনতি হচ্ছে। আর এ নিয়েই তোপের মুখে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। এমনটাই খবর সূত্রের। 

উপনির্বাচনের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র বা মহকুমায় ভোটের বিধি তথা আচরণবিধি কার্যকর থাকতে পারে। কিন্তু তার জন্য গোটা রাজ্যের কাজ কেন থেমে থাকবে? সূত্রের খবর, এদিনের বৈঠকে এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার উত্তরে মুখ্যসচিব নির্বাচন কমিশনের বিধির কথা বলেন। সূত্রের খবর, নির্বাচনী আচরণ বিধির প্রসঙ্গ তুলতেই আরও রেগে যান মমতা। ‘তাঁরা চাইলে কমিশনের চাকরিই করতে পারেন’ সূত্রের খবর, রীতিমতো এ ভাষাতেই এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মমতা।