Dumdum Airport: কলকাতাই বাঁচিয়ে দিল, শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপদে বিমান

Ranjit Dhar | Edited By: সায়নী জোয়ারদার

Apr 01, 2024 | 6:10 AM

Dumdum: বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় আকাশেই পাক খেতে থাকে বিমানটি। এদিকে এর ফলে ক্রমেই জ্বালানি শেষের মুখে চলে যায়। এরপরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জ্বালানি ভরার অনুমতি চেয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান।

Dumdum Airport: কলকাতাই বাঁচিয়ে দিল, শতাধিক যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপদে বিমান
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: একদিকে খারাপ আবহাওয়া। তাতেই আকাশে চক্কর কাটতে গিয়ে জ্বালানি শেষের মুখে। দুই কাঁটায় আন্তর্জাতিক বিমানের অবতরণ করাতে হল কলকাতা বিমানবন্দরে। কুয়ালালামপুর থেকে ঢাকাগামী আন্তর্জাতিক এয়ার এশিয়ার একে ৭৭ বিমানটি ১৩৮ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় আকাশেই পাক খেতে থাকে বিমানটি। এদিকে এর ফলে ক্রমেই জ্বালানি শেষের মুখে চলে যায়। এরপরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জ্বালানি ভরার অনুমতি চেয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান।

তবে বিমান রানওয়ে ছুঁলেও নন-শিডিউল বিমান হওয়ার কারণে বিমানের মধ্যেই বসে থাকতে হয় ১৩৮ জন যাত্রী ও ৭ কেবিন ক্রুকে। কলকাতার মাটিতে নামার অনুমতি না থাকায় বিমানটিকে ১০৬ নম্বর বে পার্কিংয়ে নামানো হয়। পরে জ্বালানি ভরিয়ে আবহাওয়া অনুকূল হওয়ায় বিমানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

অন্যদিকে খারাপ আবহাওয়া ও দৃশ্যমান্যতা কম থাকায় গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে পারল না তিনটি বিমান। ঘুরিয়ে সেগুলিকে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। ইম্ফল থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স ৭৮৪  ১৫৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিকাল ৪টে ৫৭ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

ইম্ফল থেকে গুয়াহাটি এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৮৯০,১৬৬ জন যাত্রী ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে ভুবেনেশ্বর থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো সিক্সই ৬৯১১ বিমানটি ১৬৬ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এদিন।

Next Article