কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার স্বামী ও শ্যালিকার শ্বশুরকে তলব সিবিআইয়ের। সোমবার ১৫ মার্চই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। অন্যদিকে সারদাকাণ্ডে ইডি তলব করেছে তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্নকে।
কয়লা পাচারকাণ্ডের প্রতি ভাঁজে লুকিয়ে রহস্য। একাধিক নামজাদা ব্যবসায়ীর নাম যেমন এই ঘটনায় ইতিমধ্যেই জড়াতে শুরু করেছে, একইভাবে নাম জুড়ছে প্রভাবশালীদেরও। কিছুদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায় নারুলা ও শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠায় সিবিআই। তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। মূলত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে কিছু জিজ্ঞাসা ছিল তদন্তকারীদের।
আরও পড়ুন: লক্ষ্য দু’শোর বেশি আসন, আজ শাহি সফর ঝাড়গ্রাম-বাঁকুড়ায়
এরপরই গত ১২ মার্চ মেনকার স্বামী অঙ্কুশ আরোরা ও তাঁর শ্বশুর পবন আরোরাকে নোটিস পাঠায় সিবিআই। ১৫ মার্চ তাঁদের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সূত্রের খবর, মেনকাকে জিজ্ঞাসাবাদ করে পুরোপুরি সন্তুষ্ট নয় তদন্তকারীরা। বিস্তারিত আরও কিছু তথ্য জানতে চায় তারা। সে সূত্র ধরেই মেনকার স্বামী ও শ্বশুরকে তলব। মনে করা হচ্ছে, মেনকার লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই অঙ্কুশ ও তাঁর বাবাকে ডাকা হয়েছে। তবে এদিন তাঁরা হাজিরা দেন কি না সেটাই দেখার।