AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতার হ্যাটট্রিক হবে? কেন ছিঁড়তে পারে ‘বন্ধন’?

EXPLAINED: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আগের দুটি বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করেছে বাম-কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনে সেই ছবি কি দেখা যাবে? শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিকে টক্কর দিতে কি অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারদের হাত ধরবেন বিমান বসু-মহম্মদ সেলিমরা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতার হ্যাটট্রিক হবে? কেন ছিঁড়তে পারে 'বন্ধন'?
কী বলছেন মহম্মদ সেলিম?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 13, 2025 | 8:52 AM
Share

কলকাতা: একসময়ের যুযুধান দুই পক্ষ। বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনে এখন তারা কাছাকাছি। তবে দুই পক্ষের কাছাকাছি আসাকে ‘জোট’ বলতে রাজি নন বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। তাঁর মতে, এটা আসন সমঝোতা। যেটা ২০১৬ এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছে। আবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও প্রত্যক্ষ করেছেন বাংলার ভোটাররা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের নির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে সেই আসন সমঝোতা কি দেখা যাবে? শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিকে টক্কর দিতে কি অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারদের হাত ধরবেন বিমান বসু-মহম্মদ সেলিমরা? অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকার আসায় দুই দলের আসন সমঝোতা কি ধাক্কা খেতে পারে?বাংলার রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন