EXPLAINED: তৃণমূলের ‘কালো ঘোড়া’ কাশেম?
EXPLAINED: নওশাদ ও আব্বাসের তুতো ভাই কাশেম সিদ্দিকী। একসময় ফুরফুরাতে তিনি তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। আইএসএফ গঠন হওয়ার পর থেকেই আব্বাস ও নওশাদকে পুরোপুরি সমর্থন করতে শুরু করেন কাশেম। এমনকি, ২০২৩ সালে নওশাদকে পুলিশ গ্রেফতার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেন। সেই কাশেম এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁকে নিয়ে কী 'পরিকল্পনা' রাজ্যের শাসকদলের? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন....

কলকাতা: বছর আড়াই আগের কথা। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করেছে। তখন নিয়মিত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ফুরফুরা শরিফের এক পীরজাদাকে। আর সেই পীরজাদা কাশেম সিদ্দিকীই এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কয়েকদিন আগেই তাঁকে এই পদে বসিয়েছে রাজ্যের শাসকদল। রাজনীতিতে দলবদলের ছবি অপরিচিত নয়। কাশেম খাতায় কলমে কোনও দলেও ছিলেন না। ফলে অন্য দল থেকে তাঁর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে না। তারপরও রাজনৈতিক মহলে কাশেমের তৃণমূলে পদ পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। হঠাৎ কাশেমকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কেন করল তৃণমূল? আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই কি দাবার কোনও চাল চালল শাসকদল? কাশেমের তৃণমূলে পদ পাওয়া নিয়ে কী বলছেন নওশাদ সিদ্দিকী? তৃণমূলে যোগ দেওয়ার পিছনে কারণ নিয়ে কাশেমেরই কী বক্তব্য? ...





