TMC Keral: দেশের শেষ লাল দুর্গে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল! কেরলে তৃণমূলের ৫১ জনের কমিটি

সূত্রের খবর, কেরলের তৃণমূলের মূল হাতিয়ার হবে বাম বিরোধী প্রচার।

TMC Keral: দেশের শেষ লাল দুর্গে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল! কেরলে তৃণমূলের ৫১ জনের কমিটি
ছবি ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 11:59 PM

কলকাতা: সিপিএমের গড় কেরলে ইতিমধ্যেই ‘দিদিকে চাই’ বলে পোস্টার পড়েছে। এবার সেখানে ৫১ জনের কমিটিও তৈরি হল। বামদুর্গে দিব্যি উড্ডীন ঘাসফুলের পতাকা। একদিকে ত্রিপুরায় যখন বাম নেতাদের সঙ্গে তৃণমূলের রাজ্য নেতৃত্বকে দফায় দফায় বৈঠকে বসতে দেখা গিয়েছে, দক্ষিণের রাজ্য কেরলে তখন এক ধাপ এগিয়ে কমিটিও তৈরির প্রস্তুতি বৈঠকও হয়ে গিয়েছে।

গত মঙ্গলবার এর্নাকুলামে হোটেল জেপি পার্কে তৃণমূলের স্টেট কোঅর্ডিনেটিং কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের শক্তি বাড়ানোর কৌশল যেমন নির্ধারিত হয়েছে। একই ভাবে রাজ্য কমিটি তৈরি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কিংবা ‘বাঙালি প্রধানমন্ত্রী চাই’ যখন ইতিমধ্যেই ট্রেন্ডিং, সেখানে কেরলে যুক্ত হয়েছে ‘কল দিদি, সেভ ইন্ডিয়া, দিল্লি চলো’।

ইতিমধ্যেই কেরলে ৫১ জনের কমিটি তৈরি করেছে তৃণমূল। প্রতি জেলা, ব্লকে গিয়ে এবার দলের প্রচার চলবে। ৯ জনকে নিয়ে তৈরি হয়েছে ওয়ার্কিং কমিটি। কেরলে তৃণমূলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করানেল্লুর, ওয়ার্কিং প্রেসিডেন্ট সামসু পেনিঙ্গাল, সাধারণ সম্পাদক সুভাষ কান্দান্নুর, সহ সভাপতি কাড়াক্কা মন মোহনদাস (কোল্লাম), জ্যাকব থমাস (এর্নাকুলাম), কে মনোজ (কান্নুর)।

সূত্রের খবর, কেরলের তৃণমূলের মূল হাতিয়ার হবে বাম বিরোধী প্রচার। বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে ৩৪ বছরের বাম শাসনকে ধরাশায়ী করেছে তা মূলত কেরল তৃণমূলের প্রচারে উঠে আসবে বলে সূত্রের খবর। একুশের ফল প্রকাশের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার সর্বভারতীয় রাজনীতিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তৃণমূল। লক্ষ্য এক-দু’টি বিধানসভা আসন নয়, বরং সংগঠন চাঙ্গা করা, গোটা রাজ্য জয়। অভিষেকের সেই ঘোষণার পর ইতিমধ্যেই ত্রিপুরাতে আবারও নতুন করে আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দিল্লির রাজনীতিতেও ঘাসফুলের দাপাদাপি বেড়েছে। এবার দেশের শেষ লাল দুর্গ কেরলেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আরও পড়ুন: পুজোর পর ভোট হলে ভাগ্য নির্ধারণ ময়নাগুড়ি, ফালাকাটা পুরসভারও, কমিশনের কাছে তথ্য জমার প্রক্রিয়া শুরু