AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court on CBI: ‘এমন হলে তো আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়!’ হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই

High Court on CBI: দীর্ঘদিন বেলেঘাটার বিধায়ক পরেশের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। সরাসরি তাঁর মদতেই অভিজিতকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ খুনের চার্জশিটে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের পাশাপাশি পরেশ পালেরও নাম জোড়ে সিবিআই।

High Court on CBI: ‘এমন হলে তো আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়!’ হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 25, 2025 | 6:00 PM
Share

কলকাতা: পরেশ পাল জামিন মামলায় প্রশ্নের মুখে সিবিআই। পরেশ পাল ভাষণে কী বলেছিলেন? সেটা অতিরিক্ত চার্জশিট নেই কেন? অন্যদিকে এদিন আবার সিবিআই কোর্টে বলে তাঁদের কাছে নাকি কেস সংক্রান্ত কিছু ভিডিয়ো এসেছে। যদিও এ কথা শোনার পর ভিডিয়ো সম্পর্কে বিশদে জানতে চান বিচারপতি। যে ভিডিয়োগুলির কথা বলছেন, সেখানে পরেশ পাল-সহ তিনজনের নাম আছে কি? বা সেখানে কি আছে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তের। এখানেই শেষ নয়। সিডিআর নিয়েও ওঠে কথা। সিডিআর চেক করেছেন? অন্য অভিযুক্তদের সঙ্গে পরেশ পালদের সঙ্গে কথোপকথন হয়েছে কি? বিচারপতি প্রশ্ন সিবিআইকে। এরপরই রীতিমতো ক্ষোভের সঙ্গে বলেন, এমন হলে তো আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়! কেন সঠিকভাবে তিনি দেখেননি? বিচারপতির প্রশ্ন সিবিআইকে।

ভিডিয়োতে কী আছে? কল রেকর্ড বা সিডিআর আছে নাকি? সেটা জমা দিতে হবে সিবিআইকে। আগামী মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ বিচারপতির। প্রসঙ্গত, দীর্ঘদিন বেলেঘাটার বিধায়ক পরেশের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। সরাসরি তাঁর মদতেই অভিজিতকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ খুনের চার্জশিটে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের পাশাপাশি পরেশ পালেরও নাম জোড়ে সিবিআই। 

এদিকে এরইমধ্যে আবার আবার অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের তাঁর উপর হামলার অভিযোগ তুলেছেন। বিশ্বজিত আঙুল তুলছেন, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে। পাল্টা বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে মানহানি এবং চক্রান্ত করার অভিযোগ দায়ের করলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। এদিন সেই মামলার কথাও আলাদা করে কোর্টে তোলেন বিশ্বজিৎ সরকারের আইনজীবী।