Sealdah Metro: অপেক্ষার অবসান, আগামী সপ্তাহেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 09, 2022 | 12:41 PM

Sealdah Metro: আগামী ১১ জুলাই উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রে স্টেশনের। উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Sealdah Metro: অপেক্ষার অবসান, আগামী সপ্তাহেই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর
শিয়ালদহ মেট্রো স্টেশন।

Follow Us

কলকাতা : শহরবাসীর জন্য সুখবর। অবশেষে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। আগামী ১১ জুলাই উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রে স্টেশনের। উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ১১ জুলাই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের পর ১৪ জুলাই থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। কলকাতাবাসী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিল শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের। অবশেষে আগামী বৃহস্পতিবার থেকে চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে যাত্রী পরিষেবা। কলকাতা শহরের লাইফলাইন হল মেট্রো পরিষেবা। ব্যস্ত শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য শহরবাসীর প্রথম পছন্দ মেট্রো পরিষেবা।

উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শিয়ালদহ স্টেশন পর্যন্ত সম্প্রসারণের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির দেওয়া আগের ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২৩ জুন। তারপর থেকেই চর্চা হচ্ছিল, বিষয়টি নিয়ে। শহরবাসীর মনে প্রশ্ন জাগছিল, তাহলে কি আবার অপেক্ষা করতে হবে? তবে শহরবাসীকে আর বেশিদিন অপেক্ষা করে থাকতে হবে না। জানা গিয়েছে, ১ জুলাই কমিশনার অব রেলওয়ে সেফটি থেকে ফের একবার শিয়ালদহ মেট্রো স্টেশনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। সেটির মেয়াদ শেষ হবে সেপ্টেম্বর মাসে। এই পরিস্থিতিতে আর দেরি না করে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করে দিতে চাইছে কলকাতা মেট্রো।

এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী সপ্তাহের সোমবারই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উপস্থিত থাকবেন শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে। তারপর বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য চালু হয়ে যাবে পরিষেবা। উল্লেখ্য, শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হয়ে গেলে সল্টলেকের আইটি তালুক সেক্টর ফাইভের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হবে। রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের প্রাণকেন্দ্র সেক্টর ফাইভে প্রতিদিন কলকাতা ও আশপাশের জেলাগুলি থেকে বহু মানুষ কর্মস্থলে আসেন। তাঁদের জন্য নিজেদের কর্মস্থলে যেতে আরও সুবিধা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

Next Article