কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বেআইনি অর্থের অপব্যবহার রুখতে নয়া উদ্যোগ আয়কর দফতরের। টোল ফ্রি নম্বর চালু করল তারা। আয়কর দফতর কলকাতার পক্ষ থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে এই নম্বর। কন্ট্রোল রুম থেকে দেখভাল করা হবে। টোল ফ্রি নম্বর হল ১৮০০-৩৪৫-৫৫৪৪। এছাড়াও দু’টি ল্যান্ড লাইন নম্বরও চালু করল আয়কর দফতর। সেগুলি হল ০৩৩-২২৬২-৮১৫০ এবং ০৩৩-২৪৪১-০৩২৫। আগামী ৪ জুন পর্যন্ত এই কন্ট্রোল রুম সারাদিন খোলা থাকবে।
আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে। চলবে ১ জুন পর্যন্ত। গণনা ৪ জুন। মোট সাত দফায় এবারের নির্বাচন হবে। বাংলাতেও সাত দফাতেই ভোট। ভোটের গণনার দিন পর্যন্ত আয়কর দফতর বেআইনি অর্থের ব্যবহারের দিকে তাদের নজরদারি চালাবে।
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এ ধরনের কোনও বিষয়ে অভিযোগ জানাতে চাইলে টোল ফ্রি নম্বর বা ল্যান্ডলাইনে ফোন করে বেআইনি অর্থের অপব্যবহার সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া snoitwb2024@gmail.com—এ ইমেল করেও অভিযোগ জানানো যাবে।
Income Tax Department, Kolkata sets up 24×7 Control Room to Curb the Misuse of Money Power during Elections
Toll Free Number: 1800-345-5544
Land Line Nos. 033-22628150 & 033-24410325
E-mail: snoitwb2024@gmail.comhttps://t.co/xEwrMTqrvI@PIB_India@IncomeTaxIndia@PIBkolkata pic.twitter.com/8BsL8gJKOs— Income Tax Kolkata (@IncomeTaxWB) March 23, 2024
ভোটের সময় প্রতিটি রাজনৈতিক দলই বেআইনি অর্থের ব্যবহারের অভিযোগ তোলে। টাকার খেলার চেষ্টা হয় বলেও ওঠে অভিযোগ। এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনও উদ্যোগী হয়েছে। ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস অ্যাপকে কাজে লাগানো হচ্ছে তাদের তরফে। ব্যাঙ্ক থেকে ১ লক্ষের বেশি টাকা তোলা হলে সে সংক্রান্ত যাবতীয় তথ্য এই অ্যাপে চলে আসবে। নজরদারি চালানো হচ্ছে এটিএমের টাকা নিয়ে যায়, সেইসব গাড়িগুলিতে। এবার আয়কর দফতরও বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল।