Indian in Bangladesh: প্রাণ বাঁচাতে বাংলাদেশের হোটেলের চার তলা থেকে ঝাঁপ মেরেছেন ভারতীয় এই যুবক! হাঁটু দু’টুকরো, অত্যাচারের পরিধি এখন কতটা? গায়ে কাঁটা দেওয়ার মতো কথা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 06, 2024 | 4:08 PM

Bangladesh Protest: এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। চার তলা পর্যন্ত কোনও ক্রমে নেমেছিলেন। পরে চার তলা থেকেই দুই ভাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। এখনও তাঁদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

Indian in Bangladesh: প্রাণ বাঁচাতে বাংলাদেশের হোটেলের চার তলা থেকে ঝাঁপ মেরেছেন ভারতীয় এই যুবক! হাঁটু দুটুকরো, অত্যাচারের পরিধি এখন কতটা? গায়ে কাঁটা দেওয়ার মতো কথা
হোটেলের চার তলা থেকে ঝাঁপ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অশান্ত বাংলাদেশে প্রাণ বাঁচাতে গিয়ে চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক ভারতীয় যুবক। হাঁটু থেকে ভেঙে গিয়েছে তাঁর দুটো পা। গুরুতর আঘাত লেগেছে তাঁর পীঠে। বাংলাদেশ থেকে অ্য়াম্বুলেন্সে ফিরতে হল দেশে। কয়েকদিন আগে অসমের বাসিন্দা রবিউল ইসলাম ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই শহিদ আলি। দুজনে যশোরের একটি হোটেলে উঠেছিলেন। হোটেলের ১২ তলার রুমে ছিলেন। দুপুরে বাইরে ভয়ঙ্কর আওয়াজ শুনে হোটেলের রুমের জানালা খোলেন। দেখতে পান, আন্দোলনকারীরা ঘিরে ফেলেছেন পুরো হোটেল। এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। চার তলা পর্যন্ত কোনও ক্রমে নেমেছিলেন। পরে চার তলা থেকেই দুই ভাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন। এখনও তাঁদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

আক্রান্ত যুবক বললেন, “ওরা তখন হোটেলে হামলা চালাচ্ছিল। বেপরোয়া ভাঙচুর চালাচ্ছিল। হোটেলের রুমে আমরা ছিলাম। আমাদের ওপর যে কোনও মুহূর্তে হামলা হতে পারত। কাপড় জামা ব্যাগে ভরে লিফটে না নেমে সিঁড়ি দিয়ে নামছিল। তারপর ওরা নীচে আগুন ধরিয়ে দিয়েছিল। পুরো সিঁড়ি দিয়ে ধোঁয়া ওপরে উঠে আসছিল। আমরা জানালা দিয়ে পাশের হোটেলে যাই। সেখান থেকে লাফ মারি।”

শেখ হাসিনা দেশ ছাড়ার পরও সোমবার যথেচ্ছ হামলা, অগ্নিসংযোগ, পিটিয়ে মারার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শুধু সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তাতে মৃত্যু হয়েছে অন্তত ১০৯ জনের! হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শহিদের মতো বহু ভারতীয় প্রাণ হাতে নিয়েই পালিয়েছেন বাংলাদেশ থেকে।

Next Article