কলকাতা: আর কয়েকদিন। তারপরই নতুন বছর। জানুয়ারি মাস পড়লেই মকর সংক্রান্তি। সেই উপলক্ষে গঙ্গাসাগরে সমাগম হয় লাখ-লাখ পুণ্যার্থীর। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই। ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসেন সেখানে। সেই কারণে চালনো হবে বিশেষ ট্রেন পরিষেবা।
রেলসূত্রে খবর, ১২ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চালানো হবে। তবে এই ট্রেনগুলির তালিকা এখনও প্রকাশ করেনি রেল। আর কয়েকদিনের মধ্য়েই কোন কোন ট্রেন চালানো হবে তা জানিয়ে দেওয়া হবে। এছাড়াও, শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা হবে। এই বুথগুলোতে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর প্রদান করা হবে। জরুরি পরিস্থিতিতে সাহায্য দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বরসহ (যেমন পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড) একটি তালিকা প্রদর্শিত হবে।
অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হবে। কাকদ্বীপে পাঁচটি, নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪ ঘণ্টাই সেখানে কর্মী থাকবেন। এছাড়া থাকবে শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানায় সুসজ্জিত মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স থাকবে। অতিরিক্ত শৌচালয়ের ব্যবস্থা থাকবে শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে। প্রতিটি স্পর্শকাতর স্থানে থাকবে সিসিটিভি। শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে।