স্বর্ণেন্দু দাস : আগামী বছরের শুরুতেই ভোল বদলে যাচ্ছে শিয়ালদহ রাজধানী ও হাওড়া-রাজধানীর বগির। অত্যাধুনিক কোচে উন্নীত করা হচ্ছে এই দুই ট্রেনের কামরা। অত্য়ন্ত গুরুত্বপূর্ণ এই দুই ট্রেনের ‘মেক ওভার’ নিঃসন্দেহে যাত্রীদের জন্য সুখবর। বাংলার গুরুত্বপূর্ণ দুই রেল স্টেশন থেকে রাজধানীগামী ট্রেনগুলি অনেকটা দেখতে হবে তেজস এক্সপ্রেসের মতো। থাকবে তেজস স্মার্ট কোচ।
রেলের এক আধিকারিক জানান, আগামী বছরের শুরুতেই হাওড়া এবং শিয়ালদহ থেকে যাত্রা করা রাজধানী এক্সপ্রেসের কোচের বদল করছেন তাঁরা। একেবারে চেহারাই বদলে যাচ্ছে এই ট্রেনের। ভারতীয় রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সমস্ত রাজধানী এক্সপ্রেসের কোচ তেজস স্মার্ট কোচ করা হবে। প্রথমে শিয়ালদহ-রাজধানীর বগিগুলি বদলানো হবে। তারপর হাত পড়বে হাওড়া-রাজধানী এক্সপ্রেসে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই, আগরতলা – আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসের জন্য অত্যাধুনিক কোচের ব্যবহার শুরু করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলার নামও।
রেল সূত্রে খবর, প্রতিটি কোচের ভিতরে বসানো হবে সিসিক্যামেরা। একটি কোচের মধ্যে থাকবে ছ’টি করে ক্লোজ সার্কিট ক্যামেরা। যার জেরে ট্রেনের ভিতর নজরদারি চালানো অনেক সহজ হবে। এ ছাড়া নিরাপত্তা নিয়ে দূরপাল্লার ট্রেনগুলিতে বার বার যে অভিযোগ ওঠে, সেটাও অনেকটা কমিয়ে আনা যাবে বলে আশা করছেন রেল আধিকারিকরা। অর্থাৎ যাত্রীদের যাত্রাকালীন নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। সঙ্গে কোচের ভিতরে থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যেখানে যাত্রীরা সরাসরি দেখতে পারবেন পরবর্তী স্টেশনের নাম, কত সময় পর ওই স্টেশনে ট্রেন পৌঁছবে, ট্রেন দেরিতে চললে কতক্ষণ দেরিতে চলছে — এরকমই সমস্ত তথ্য।
এবার থেকে রাজধানী এক্সপ্রেসে থাকবে অটোমেটিক প্লাগ ডোর। এটি সম্পূর্ণ রকম ভাবে সহকারী চালকের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কোথায় দরজা খুলতে হবে, কখন দরজা বন্ধ করতে হবে, তা সম্পূর্ণ সহকারী চালকই নিয়ন্ত্রণ করবেন। ফলে যত্রতত্র কেউ ট্রেনে ফঠে পড়তে পারবেন না কিংবা ট্রেন থেকে নামাও সম্ভব হবে না। থাকবে ফায়ার ডিটেকশন সিস্টেমও। গোটা ট্রেনেই এই অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করা হবে। রেল আধিকারিকদের বক্তব্য, এতে হঠাৎ করে ট্রেনে আগুন লেগে যাওয়ার ভয় থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে।
?????? ???????? ?????????? ????? ????? ???????
With enhanced smart features, the new coaches are being introduced to run Railway’s prestigious Mumbai Rajdhani Express train
Details: https://t.co/ArySJ6fsIj
(1/2) pic.twitter.com/usBqfnVJQc
— PIB India (@PIB_India) July 19, 2021
নতুন রাজধানীতে থাকবে আপৎকালীন টকব্যাক সিস্টেম। যাত্রীরা কোনও সময় বিপদের মধ্যে পড়লে কিংবা মেডিকেল এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে সরাসরি চালক কিংবা গার্ডের দৃষ্টি আকর্ষণ করা যাবে। আপৎকালীন টকব্যাক সিস্টেমের মাধ্যমে কোচের বর্তমান পরিস্থিতি তুলে ধরা যাবে। শুধু তাই নয়, যাত্রীদের একাধিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেকটি আসনের পাশে ‘বেড লাইট’ থাকবে। একইসঙ্গে প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা মোবাইল চার্জার পয়েন্টেরও ব্যবস্থা থাকবে নতুন রাজধানীতে। অর্থাৎ আগামী বছর থেকে শিয়ালদহ কিংবা হাওড়া রাজধানী ধরে কেউ দিল্লিতে যেতে চাইলে সমস্তরকম অত্যাধুনিক সুবিধার কোচে সফর করতে পারবেন। আরও পড়ুন: ভিন দেশের বিমানে উঠে পড়েছিলেন গর্ভবতী আফগান মহিলা, মাঝ আকাশে শুরু হল প্রসব যন্ত্রণা! তারপর…