কলকাতা: ট্রেনের কামরায়, প্লাটফর্ম চত্বরে ধূমপান দণ্ডনীয় অপরাধ। ‘নো স্মোকিং’ বোর্ডও ঝোলানো থাকে রেলের কামরা থেকে শুরু করে স্টেশন চত্বরের বিভিন্ন জায়গায়। ধূমপান করতে গিয়ে ধরা পড়লে মোটা টাকার জরিমানাও রয়েছে। কিন্তু এসবের পরেও যাঁদের এখনও ট্রেনের কামরায় আইন ভেঙে সুখটানের বদ অভ্যেস রয়ে গিয়েছে, তাঁরা এখন থেকেই সাবধান হোন। ট্রেনের কামরাগুলিতে এবার বসছে অত্যাধুনিক স্মোক ডিটেকটর। ট্রেনের কামরায় এবার থেকে কেউ এইসব অপকীর্তি করলে, মুহূর্তেই তা ধরা পড়ে যাবে এই অত্যাধুনিক যন্ত্রে।
ভারতীয় রেল এবার নিয়ে আসছে অত্যাধুনিক ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন (এফডিবিএ) সিস্টেম। ট্রেনের কামরাগুলিতে বসানো হবে এই যন্ত্র। ট্রেনের কোথাও ধোঁয়া দেখা গেলে, বা কোথাও আগুন ধরলে সঙ্গে সঙ্গে এই সিস্টেম এলার্ট দিয়ে দেবে, যাতে প্রয়োজন হলে ট্রেন থামানোর জন্য অটোমেটিক ব্রেকও চালু হয়ে যাবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “আমরা যাত্রীদের সুরক্ষার ব্যাপারে সবদিক থেকেই গুরুত্ব দিয়ে থাকি। আগামী দিনের জন্য আরও অত্যাধুনিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেগুলি ধীরে ধীরে বাস্তবায়ন হবে।”
সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ট্রেনের কামরায় যে কোনও ধরনের ধোঁয়া ধরা পড়বে এই অত্যাধুনিক যন্ত্রের সেন্সরে। এমনকী সিগারেট-বিড়ির ধোঁয়ার ধরা পড়বে স্মোক ডিটেকটরের সেন্সরে। ধোঁয়ার ঘনত্ব বেশি হলেই অ্যালার্ট মোড চালু হয়ে যাবে এবং ট্রেনের কামরার মধ্যে থাকা লাল বাতি জ্বলে উঠবে। আপাতত বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলিতে এই অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে। ফলে যাঁরা এখনও ট্রেনে যাতায়াত করতে করতে নজরদারি এড়িয়ে সুখটানে অভ্যস্ত, তাঁরা এখন থেকেই সাবধান হোন।