Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালির আবহে বদলি ডিআইজি বারাসত সুমিত কুমার

Basirhat: গত মাসের ৫ তারিখ থেকে সন্দেশখালি শিরোনামে। সেখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার পর থেকে একের পর এক ঘটনাক্রম সেখানে। আইন আদালত থেকে শিশু কমিশন, মহিলা কমিশন, কী জড়ায়নি এই সন্দেশখালিকাণ্ডের সঙ্গে।

Sandeshkhali: সন্দেশখালির আবহে বদলি ডিআইজি বারাসত সুমিত কুমার
সুমিত কুমারের জায়গায় এলেন ভাস্কর মুখোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2024 | 7:06 PM

কলকাতা: সন্দেশখালিকাণ্ডের মাঝেই ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে বদলি করা হল। বদলি হলেন ডিআইজি সিকিউরিটি পদে। ডিআইজি বারাসত রেঞ্জ পদে এলেন ভাস্কর মুখোপাধ্যায়। তিনি ছিলেন ডিআইজি মালদহ। ভাস্কর মুখোপাধ্যায় দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার বিভিন্ন পদ সামলেছেন।

শনিবার একাধিক আইপিএস বদলির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রুটিনমাফিক এই আইপিএস বদল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ডিআইজি বারাসত রেঞ্জের সুমিত কুমারের বদলি হয়েছে। সেখানে যাঁকে আনা হয়েছে সেই ভাস্কর মুখোপাধ্যায় দীর্ঘদিন বারাসত সামলেছেন পুলিশসুপার হিসাবে।

গত মাসের ৫ তারিখ থেকে সন্দেশখালি শিরোনামে। সেখানকার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার পর থেকে একের পর এক ঘটনাক্রম সেখানে। আইন আদালত থেকে শিশু কমিশন, মহিলা কমিশন, কী জড়ায়নি এই সন্দেশখালিকাণ্ডের সঙ্গে।

যেহেতু সন্দেশখালি আবহে এই বদল, তাই ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে সুমিত কুমারকে যে পদে বদলি করা হয়েছে, তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ। ভিআইপি সিকিউরিটির দায়িত্বে যাঁরা থাকেন, সেখানেই ডিআইজি সিকিউরিটি হিসাবে এসেছেন সুমিত কুমার।