Trinamool Congress: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন প্রণব পুত্র?

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

Jun 19, 2024 | 9:29 PM

Trinamool Congress: বছর দুই আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন প্রণব পুত্র। তারপর হঠাৎই রাজ্য়ে তৃণমূলের বিপুল সাফল্যের পর কংগ্রেস সভাপতির সঙ্গে অভিজিৎবাবুর সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Trinamool Congress: তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন প্রণব পুত্র?
বাড়ছে জল্পনা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: তৃণমূল ছেড়ে কি কংগ্রেসে ফিরে যাচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়? প্রণব পুত্রকে নিয়ে জল্পনা তুঙ্গে। গত মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেছেন অভিজিৎ। সে কথা তিনি গোপনও করেননি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছেন, তাঁর তরফে বেশ কিছু প্রস্তাব তিনি কংগ্রেস সভাপতির কাছে জমা দিয়েছেন। তারপর থেকেই তাঁর তৃণমূল ছাড়ার জল্পনা ক্রমেই আরও তীব্র হয়েছে। 

বছর দুই আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন প্রণব পুত্র। তারপর হঠাৎই রাজ্য়ে তৃণমূলের বিপুল সাফল্যের পর কংগ্রেস সভাপতির সঙ্গে অভিজিৎবাবুর সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কোথায় সমস্যা? কেনই বা দল ছাড়ার সম্ভাবনা তৈরি হল তা নিয়ে বাড়ছে চাপানউতোর। 

এ রাজ্যে কংগ্রেসের খারাপ ফলাফলের পর রাজনৈতিক মহলে খবর বাংলার জন্য নতুন সভাপতি খোঁজা হচ্ছে। কে পেতে পারেন দায়িত্ব তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। আগামী একুশ তারিখ মৌলালি যুব কেন্দ্রে বিশেষ বৈঠকও ডেকেছে প্রদেশ কংগ্রেস। যদিও ওই বৈঠক ঘিরে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। বেশ কিছু  নেতাই ওই বৈঠক এড়িয়ে যাচ্ছেন বলে খবর দলীয় সূত্রে। এরই মধ্যে প্রণব পুত্রের সঙ্গে মল্লিকার্জুন খাড়গের সাক্ষাৎ গুরুত্বপুর্ণ বলেই মানছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। 

Next Article