Durga Puja 2022: এবারেই শেষ বঙ্গ বিজেপির দুর্গাপুজো?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 21, 2022 | 8:37 PM

Durga Puja 2022: এদিকে একবার করলে পরপর তিনবার পুজো করতে হয়। সূত্রের খবর, সেই নিয়ম মেনেই এবারে শেষ পুজো করতে চলেছে বঙ্গ বিজেপি।

Durga Puja 2022: এবারেই শেষ বঙ্গ বিজেপির দুর্গাপুজো?

Follow Us

কলকাতা: ২০২০ সালে EZCC-তে দুর্গাপুজো করেছিল বঙ্গ বিজেপি (BJP)। তখন দলে মুকুল রায় আর কৈলাস বিজয়বর্গীর রাজ চলছে। ওই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অনলাইনেই হয় পুজোর উদ্বোধন। তখনও দলে রয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। মোদীকে পুজোয় ধুতি-পাঞ্জাবি উপহার দেন বাবুল। তবে ওই পুজোতে উদ্বোধনের দিন ছাড়া আরও কোনওদিন আসেননি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তদানন্তীন রাজ্য সভাপতির এই আচরণে দলের মধ্যেও শুরু হয় চাপাউতর। তবে শুরু থেকেই দুর্গাপুজো করার ঘোর বিরোধী ছিলেন দিলীপ। তাঁর মত ছিল, “কোনও রাজনৈতিক দলের কাজ নয় দুর্গাপুজো করা।” এদিকে ফের ঢাকে পড়েছে কাঠি। বাতাসে ভাসছে পুজোর গন্ধ। এবারে কী পুজো করবে বঙ্গ বিজেপি? 

সূত্রের খবর, এবারই শেষ দুর্গাপুজো করবে দল। পুজোর খরচ অনেক। তা ছাড়া দলের পুজো করা ছাড়াও আরও অনেক কাজ থাকে। সে দিকে নজর দেওয়া হচ্ছে। এমনই ইঙ্গিত গিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়েই ফের রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও বিজেপির দুর্গাপুজো নিয়ে শুরু হয়েছিল চাপানউতর। পুজো করার লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তখনকার রাজ্যের সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি পুজোর দায়িত্ব দেন। নমনম করে শেষ হয় পুজোপাঠ। 

এদিকে একবার করলে পরপর তিনবার পুজো করতে হয়। সেই নিয়ম মেনেই এবারে শেষ পুজো করতে চলেছে বঙ্গ বিজেপি। এমনটাই খবর সূত্রের। এদিকে এবারের পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এ নিয়ে রাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে আবদারও করেছেন বলে খবর। একইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আনারও আবদার করা হয়েছে বলে খবর। এদিকে ইউনিস্কোর তরফে বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এবার ১ মাস আগে থেকে উৎসবের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়েই এবারে উৎসবের মেজাজে লেগেছে নতুন পরত। যদিও বিজেপির দাবি, এই স্বীকৃতির পিছনে কেন্দ্র সরকারের বড় হাত রয়েছে। আর সে কারণেই অমিত শাহকে বাংলায় এনে চমক দিতে চাইছে সুকান্ত ব্রিগেড। 

Next Article