কলকাতা: ফের দুর্ভোগ রেলযাত্রীদের। বৃহস্পতিবার দুপুরে প্রিন্সেপ ঘাট ও মাজেরহাট রেল স্টেশনের মাঝখানে ছিঁড়ে পড়েছে ওভারহেডের তার। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে। চক্ররেল লাইনের এই বিপত্তির জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। প্রিন্সেপঘাট-মাজেরহাট লাইন দিয়ে অনেকেই যাতায়াত করেন। বিশেষ করে স্বল্প খরচে উত্তর শহরতলি কিংবা মফঃস্বলের এলাকা থেকে ময়দান চত্বরে কিংবা দক্ষিণ কলকাতার দিকে যাতায়াতের জন্য সাধারণ মানুষজন এই চক্ররেল পরিষেবাকেই ব্যবহার করেন।
সেক্ষেত্রে বৃহস্পতিবার দুপুরে আচমকা চক্ররেলের এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন রেলযাত্রীরা। মাজেরহাট ও প্রিন্সেপঘাটের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে ওই লাইনের ট্রেন পরিষেবা। তার জেরে নাকাল হচ্ছেন যাত্রীরা। এই চক্ররেলের লাইনেই রয়েছে কলকাতা স্টেশনও। যেখান থেকে প্রতিদিন বেশ কিছু দূরপাল্লার ট্রেনও রওনা দেয়। সেক্ষেত্রে অনেকেই চক্ররেল লাইনের লোকাল ট্রেনে চেপে কলকাতা স্টেশনে এসে তারপর নির্দিষ্ট ট্রেন ধরেন। আচমকা এই বিপত্তির জেরে সমস্যায় পড়তে পারেন তাঁরাও।
অতীতেও বিভিন্ন সময়ে বাংলায় বিভিন্ন প্রান্তে এমন বিপত্তি হয়েছিল। যেমন গত বছরের ডিসেম্বরেই হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল। তার জেরে সেই সময়েই রেল পরিষেবা বিঘ্নিত হয়েছিল। বিভিন্ন লোকাল ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়তে দেরি হয়েছিল। প্রায় তিন ঘণ্টারও বেশি পরে আবার পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরেছিল।
এবার চক্ররেল লাইনেও রেলের ওভারহেডের তার ছিঁড়ে পড়ল। যার জেরে আপাতত সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ভোগান্তির শিকার হতে হচ্ছে রেল যাত্রীদের।