Kolkata Police: আন্দোলনকারী অরুণিমাকে কামড় দেওয়ার অভিযোগ, কে সেই মহিলা কনস্টেবল?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2022 | 12:56 PM

TET Protest: বুধবার বিকেলে টেট প্রার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা, এক্সাইড চত্বর। অরুণিমা নামে এক চাকরি প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মহিলা কনস্টেবলের বিরুদ্ধে।

1 / 8
মহিলা চাকরি প্রার্থী অরুণিমা পালকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই

মহিলা চাকরি প্রার্থী অরুণিমা পালকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই

2 / 8
জানা গিয়েছে, ওই মহিলা পুলিশকর্মী আদতে রাজ্য পুলিশে কর্মরত। তবে আপাতত ডেপুটেশনে কলকাতা পুলিশে কাজ করছেন ইভা। বর্তমানে ডিসি সাউথের টিমে কাজ করছেন। ভিআইপি বা ভিভিআইপি-রা উপস্থিত থাকেন, এমন জায়গায় আইন-শৃঙ্খলা সামলানোর দায়িত্বে থাকে এই টিম।

জানা গিয়েছে, ওই মহিলা পুলিশকর্মী আদতে রাজ্য পুলিশে কর্মরত। তবে আপাতত ডেপুটেশনে কলকাতা পুলিশে কাজ করছেন ইভা। বর্তমানে ডিসি সাউথের টিমে কাজ করছেন। ভিআইপি বা ভিভিআইপি-রা উপস্থিত থাকেন, এমন জায়গায় আইন-শৃঙ্খলা সামলানোর দায়িত্বে থাকে এই টিম।

3 / 8
পুলিশের বক্তব্য, আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ওই মহিলা (অরুণিমা) পুলিশের হাত ছাড়ানোর জন্য প্রথমে ইভার হাতে কামড়ান। তারপর রেগে গিয়ে পাল্টা কামড় দেন ইভা। ইভার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, 'হিউম্যান বাইট অ্যাট ফোর আর্ম' অর্থাৎ ইভার হাতে মানুষের কামড়ের দাগ রয়েছে।

পুলিশের বক্তব্য, আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় ওই মহিলা (অরুণিমা) পুলিশের হাত ছাড়ানোর জন্য প্রথমে ইভার হাতে কামড়ান। তারপর রেগে গিয়ে পাল্টা কামড় দেন ইভা। ইভার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, 'হিউম্যান বাইট অ্যাট ফোর আর্ম' অর্থাৎ ইভার হাতে মানুষের কামড়ের দাগ রয়েছে।

4 / 8
পুলিশ বলছে, ইভা রেগে গিয়ে কামড়ে দিয়েছেন। কিন্তু সে ক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের একাংশের দাবি, প্রশিক্ষণের সময় সংযত থাকার শিক্ষাও দেওয়া হয় পুলিশকে। আক্রমণ করলেও, ওপর মহল থেকে নির্দেশ না এলে পাল্টা আক্রমণ করা যায় না।

পুলিশ বলছে, ইভা রেগে গিয়ে কামড়ে দিয়েছেন। কিন্তু সে ক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের একাংশের দাবি, প্রশিক্ষণের সময় সংযত থাকার শিক্ষাও দেওয়া হয় পুলিশকে। আক্রমণ করলেও, ওপর মহল থেকে নির্দেশ না এলে পাল্টা আক্রমণ করা যায় না।

5 / 8
কনস্টেবল ইভা থাপার হাতের ছবিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে লাল দাগ। চাকরি প্রার্থীর কামড়েই এই অবস্থা হয়েছে বলে দাবি পুলিশের।

কনস্টেবল ইভা থাপার হাতের ছবিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হাতে লাল দাগ। চাকরি প্রার্থীর কামড়েই এই অবস্থা হয়েছে বলে দাবি পুলিশের।

6 / 8
আন্দোলনকারী অরুণিমার দাবি, তাঁর হাতে কামড় দেওয়া হয়েছে। পুলিশ কামড়ে দিয়েছে তাঁকে। ওই অবস্থায় তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে সেই ক্ষতচিহ্ন দেখান তিনি।

আন্দোলনকারী অরুণিমার দাবি, তাঁর হাতে কামড় দেওয়া হয়েছে। পুলিশ কামড়ে দিয়েছে তাঁকে। ওই অবস্থায় তাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে সেই ক্ষতচিহ্ন দেখান তিনি।

7 / 8
সংবাদমাধ্যকে একটি দৃশ্য সামনে আসে, যেখানে দেখা যায়, অরুণিমার দিক ছুটে যাচ্ছেন ওই মহিলা পুলিশ কর্মী। তারপর টেনে আনছেন তাঁকে। এই দৃশ্য দেখে অরুণিমার পরিবারও স্তম্ভিত।

সংবাদমাধ্যকে একটি দৃশ্য সামনে আসে, যেখানে দেখা যায়, অরুণিমার দিক ছুটে যাচ্ছেন ওই মহিলা পুলিশ কর্মী। তারপর টেনে আনছেন তাঁকে। এই দৃশ্য দেখে অরুণিমার পরিবারও স্তম্ভিত।

8 / 8
অরুণিমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। লালবাজারে রয়েছেন তিনি। অভিযোগ, রাতে তিনি অসুস্থ বোধ করলেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করেনি পুলিশ।

অরুণিমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। লালবাজারে রয়েছেন তিনি। অভিযোগ, রাতে তিনি অসুস্থ বোধ করলেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করেনি পুলিশ।

Next Photo Gallery