J P Nadda: নাড্ডা শহরে আসতেই বিতর্ক, শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে সরল পোস্টার

Anjan Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 21, 2023 | 12:17 PM

J P Nadda: ঢাক বাজিয়ে কলকাতা বিমানবন্দরে  নাড্ডাকে স্বাগত জানিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী

J P Nadda: নাড্ডা শহরে আসতেই বিতর্ক, শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে সরল পোস্টার
জে পি নাড্ডার পোস্টার সরিয়ে ফেলার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আজ সপ্তমী। আজ শহরে আসছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তার আসার আগেই বিতর্ক। শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে সরানো হল নাড্ডার হোর্ডিং। আর তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির অভিযোগ, শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে নাড্ডার শারদীয় শুভেচ্ছা বার্তা সংক্রান্ত হোর্ডিং খুলে ফেলা হয়েছে। রাজ্যের বিরোধী দলের অভিযোগ, শাসকদলের অঙ্গুলিহেলনেই কলকাতা পুরসভা নাড্ডার হোর্ডিং খুলে ফেলেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সপ্তমীতে ঝটিকা সফরে কলকাতায় আসছেন জেপি নাড্ডা। তিনি কলকাতার কয়েকটি পুজো দেখবেন। তারপর হাওড়ার একটি পুজোতে যাবেন। শোভাবাজার রাজবাড়িতেও আসার কথা রয়েছে। নাড্ডার আসার উপলক্ষে বিজেপি কর্মীরা শোভাবাজার রাজবাড়ির সামনে হোর্ডিং লাগিয়েছিলেন। বিজেপি-র বক্তব্য, সেই হোর্ডিং রাজনৈতিক কারণেই সরিয়ে ফেলা হয়েছে। বাংলায় গণতান্ত্রিক অধিকার কোথায়, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীরা। তারা জানাচ্ছেন, নাড্ডাকে স্বাগত জানাতেই এই হোর্ডিং। তিনি শহর ঘুরে চলে গেলে নিজেরাই হোর্ডিং সরিয়ে দিতেন। যদিও এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাক বাজিয়ে কলকাতা বিমানবন্দরে  নাড্ডাকে স্বাগত জানিয়েছেন বিজেপি কর্মীরা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখার ইচ্ছা রয়েছে বিজেপি সভাপতির। সল্টলেকের পর উলুবেড়িয়ার পুজোও দেখবেন জেপি নাড্ডা।

Next Article