Jadavpur University: এবার পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় যাদবপুরে গ্রেফতার ১

Supriyo Guha | Edited By: Sukla Bhattacharjee

Aug 19, 2023 | 11:55 PM

JU: ছাত্রের মৃত্যুর ঘটনার পর পুলিশকে বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করল পুলিশ। ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে শনিবার ১ জনকে গ্রেফতার করল পুলিশ।

Jadavpur University: এবার পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় যাদবপুরে গ্রেফতার ১
গ্রেফতার হওয়া প্রাক্তন পড়ুয়া জয়দীপ ঘোষ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ছাত্রের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ছাত্রের মৃত্যুর ঘটনার পর পুলিশকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করল পুলিশ। ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে শনিবার ১ জনকে গ্রেফতার করা হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে হোস্টেলে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় শনিবার রাতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম জয়দীপ ঘোষ। যাদবপুরের প্রাক্তনী জয়দীপ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ফ্যাসের চেয়ারপার্সন ক্যান্ডিডেট ছিলেন জয়দীপ।

জানা গিয়েছে, ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন জয়দীপ ঘোষ। কিন্তু, পাশ করলেও বিশ্ববিদ্যালয় ও হোস্টেল ছাড়েননি জয়দীপ। গত ৯ অগস্ট প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর রাতেও জয়দীপ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছিলেন বলে পুলিশের অভিযোগ। তারপর ছাত্রটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেই রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকতে গেলে প্রাক্তনীরা মিলে পুলিশকর্মীদের বাধা দেন বলে অভিযোগ। যা নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি পৃথক মামলা রুজু করে। সেই মামলাতেই এদিন রাতে জয়দীপ ঘোষকে গ্রেফতার করল পুলিশ। প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশকে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে যাঁরা বাধা দিচ্ছিলেন, তাঁদের মধ্যে জয়দীপ ছিলেন বলে অভিযোগ। জয়দীপ ছাড়া আরও যাঁরা এই অভিযোগের তালিকায় রয়েছেন, তাঁদের সকলকেই শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, প্রথম বর্ষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article