Jadavpur University: খুলছে এই বিশ্ববিদ্যালয়, তবে কী ভাবে হবে ক্লাস আর কোন কোর্সের পড়ুয়াদের নিয়ে? জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 02, 2021 | 8:51 AM

Kolkata: সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ইন্টারমিডিয়েটদের প্রথমে কলেজে আনার পরিকল্পনা রয়েছে। এক দুই সপ্তাহ ধরে টানা চলবে প্র্যাকটিক্যাল ক্লাস।

Jadavpur University: খুলছে এই বিশ্ববিদ্যালয়, তবে কী ভাবে হবে ক্লাস আর কোন কোর্সের পড়ুয়াদের নিয়ে? জানুন বিস্তারিত
ফের খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Follow Us

কলকাতা: কবে থেকে কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে, সেটা এখনও প্রশ্ন। তবে সূত্রের খবর, ধাপে ধাপে খুলবে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এম টেক ও গবেষকদের আগে আনা হবে। সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ইন্টারমিডিয়েটদের প্রথমে কলেজে আনার পরিকল্পনা রয়েছে। এক দুই সপ্তাহ ধরে টানা চলবে প্র্যাকটিক্যাল ক্লাস।

ইউজির ক্ষেত্রে ফাইনাল ইয়ারের পড়ুয়াদের আনার ক্ষেত্রে তেমন ইঙ্গিত নেই। অফলাইন অনলাইন মোডে পরিস্থিতি বুঝে ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। করোনাকালে দীর্ঘ দিন বন্ধ থাকার পর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার তোড়জোড় শুরু হয়েছে। এখনও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি। রাজ্যের তরফে এখনও কোনও নির্দেশ যায়নি বিশ্বভারতীতে। কোভিড বিধি মেনে প্রতিষ্ঠান খোলার পক্ষে আগেই মত দিয়েছেন পড়ুয়াদের একাংশ। বামপন্থীরা আন্দোলনও করেছেন। তবে এবার ধাপে ধাপে খুলতে চলেছে বিশ্ববিদ্যালয়।

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হবে স্কুলে। এবার রাজ্য সরকারের তরফে স্কুলের সময়সীমা ধার্য করা হল।

রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে ৩:৩০ পর্যন্ত। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে ৯:৩০ টার মধ্যে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১১ টা থেকে। চলবে ৪:৩০ পর্যন্ত।
ছাত্রীছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে সকাল সাড়ে ১০টার মধ্যে। এই মর্মে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলিকে তা জানিয়েও দেওয়া হয়েছে।

তবে অতিমারি পরিস্থিতিতে স্কুলে স্বাস্থ্যবিধি রক্ষার্থে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

প্রথমত, সাধারণ নিয়ম অনুযায়ী, সোম থেকে শনিবার পর্যন্তই স্কুল হবে। তবে কিছুটা সময় সীমার পরিবর্তন করা হয়েছে।

দ্বিতীয়ত: এক-একটি ক্লাসকে দুটি বা তার বেশি শ্রেণি কক্ষে ভেঙে বসাতে হবে। পড়ুয়াদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

তৃতীয়ত: থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলি নেওয়ার ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।

চতুর্থত: নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে ৩:৩০ পর্যন্ত। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে ৯:৩০ টার মধ্যে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১১ টা থেকে। চলবে ৪:৩০ পর্যন্ত।

পঞ্চম: ক্লাস শুরু হওয়ার অন্তত আধ ঘণ্টা আগে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে।

করোনার বিষয়ে অভিভাবক ও পড়ুয়াদের সতর্ক করার দায়িত্বও স্কুলকেই দিয়েছে রাজ্য। করোনা সম্পর্কে অবহিত হতে হবে। কী করা যাবে এবং কী করা যাবে না সে বিষয়ে সতর্ক হতে হবে। ‘ডু অ্যান্ড ডোন্টস’-এরও একটি তালিকা রয়েছে বিকাশ ভবনের স্কুল রিওপেন বুকলেটে। সেখানে বলা হয়েছে, জ্বর হলে কোনও অভিভাবক যেন পড়ুয়াকে স্কুলে না পাঠান। একই সঙ্গে বলা হয়েছে, ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ করতে হবে।

তবে এই স্কুল বিশ্ববিদ্যালয় খোলা কতটা ঠিক হচ্ছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক সুমন পোদ্দার বলেন, “এবার বাবা মাকে খুব বেশি করে সতর্ক হতে হবে। ছেলে মেয়েরা বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাচ্ছে, একই পাতে খাবার খাচ্ছে এগুলো যেন না হয়। হঠাৎ করে এখন লাগামছুট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা যেন কোনও ভাবেই অভিভাবকরা মান্যতা না দেন। মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। স্যানিটাইজার জেল হলে সব থেকে ভাল।”

আরও পড়ুন: Travel Guidelines: থাকতে হবে নেগেটিভ রিপোর্ট কিংবা টিকার ডবল ডোজ়! তবেই বিমানে ওঠার অনুমতি

Next Article