কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেল থেকে পড়ে মৃত্যু প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই যাদবপুর থানা অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্বপ্নদীপের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াদের দাবি, এটি একটি র্যাগিংয়ের ঘটনা এবং এই অভিযোগ সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবগত। তাদের বক্তব্য, লিখিত কোনও অভিযোগ এলে অ্যান্টি র্যাগিং স্কোয়্যাড এবং অ্যান্টি র্যাগিং সেল এই বিষয়ে তদন্ত করবে।
ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আধিকারিকরা। স্বপ্নদীপের বাবার সঙ্গেও কর্তৃপক্ষের কথা হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলেন,”খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। যদি র্যাগিংয়ের ঘটনা ঘটে আমরা কড়া পদক্ষেপ করব। পুলিশও তদন্ত শুরু করেছে।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, “আমরা শুনতে পেয়েছি ওকে লিঙ্গ নিয়ে অসংবেদনশীল কিছু মন্তব্য করা হয়েছে। তবে কী কথা হয়েছিল তা স্বচ্ছভাবে অবগত নই। কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছি।”
যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, স্বপ্নদীপ কুণ্ডুর বাড়ি নদিয়ার বগুলায়। উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলা নিয়ে স্নাতক স্তরে তিনি ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। গতকাল রাত্রিবেলা হস্টেল থেকে স্বপ্নদীপকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি একটি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়ার চেষ্টা হলে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপরই মৃত্যু হয় তাঁর।