Jadavpur University Holi Guidelines : ‘বুরা না মানো হোলি হ্যা’, আর চলবে না এসব, দোল নিয়ে বড় নির্দেশ যাদবপুরের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2023 | 6:21 PM

Jadavpur University Holi Guidelines : প্রসঙ্গত, গতবছরের অক্টোবরের শেষে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিনা অনুমতিতে কোনও বহিরাগতই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়।

Jadavpur University Holi Guidelines : বুরা না মানো হোলি হ্যা, আর চলবে না এসব, দোল নিয়ে বড় নির্দেশ যাদবপুরের
গ্রাফিক্স - অভীক দেবনাথ

Follow Us

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বহিরাগতদের প্রবেশ নিয়ে বিগত কয়েক মাস ধরেই লাগাতার বিতর্ক চলছে। জারিও হয়েছে নির্দেশিকা। যা নিয়ে ক্যাম্পাসের অন্দরে চাপানউতর চলছেই। এরইমধ্যে দিন কয়েক আগে এক বহিরাগতের হাতে আক্রমণের মুখে পড়তে দেখা গিয়েছে ইঞ্জিনিয়রিং ফ্যাকাল্টির কিছু পড়ুয়াকে। ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। এরইমধ্যে এবার দোল নিয়ে নয়া নির্দেশিকা জারি যাদবপুরে। প্রসঙ্গত, প্রতিবছরই দোলযাত্রার (Doljatra 2023) কিছু দিন আগে থেকেই ক্যাম্পাসে রংয়ের খেলায় মেতে ওঠেন পড়ুয়ারা। মূলত দোলের আগেরদিন রঙিন হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। এমতাবস্থায়, এবার নয়া নির্দেশিকায় কর্তৃপক্ষের তরফে স্পষ্ট বলা হয়েছে, পূর্ব অভিজ্ঞতায় দেখা গিয়েছে উৎসবের আমেজে মেতে উঠতে গিয়ে অনেক সময় ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক সময় দোলের (Holi 2023) এক-দুদিন আগে থেকেই দোল খেলতে শুরু করে দেন অনেকে। অনেকেই এই সময় অশোভন আচরণ করেছেন। তাতে কেটেছে উৎসবের ছন্দ। 

আর সে কারণেই যাদবপুরের স্পষ্ট নির্দেশ, দোল উৎসব হোক, কিন্তু তা অবশ্যই আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণভাবে পালন করতে হবে। কেউ রং মাখতে অনিচ্ছাপ্রকাশ করলে তাঁকে জোর করে রং দেওয়া ঠিক হবে না। ক্যাম্পাসের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশে কোনওভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। এই সমস্ত নির্দেশিকা কেউ লঙ্ঘন করলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে এই যাদবপুর কর্তৃপক্ষের তরফে। এই নির্দেশিকা যাদবপুরের মেন ক্যাম্পাস ও সল্টলেক ক্যাম্পাসের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে। এই নির্দেশিকা প্রকাশ হতেই বর্তমানে তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে ক্যাম্পাসের অন্দরে। 

প্রসঙ্গত, গতবছরের অক্টোবরের শেষে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিনা অনুমতিতে কোনও বহিরাগতই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়। গেটে গেটে ঝোলে বোর্ড। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। বহিরাগত শব্দটি নিয়ে আপত্তিও জানিয়েছিলেন পড়ুয়াদের একাংশ।

Next Article