Kaligunj: মিছিল করল তৃণমূল, পিছন থেকে বোমা মারল বিজেপি, সব বিজেপির ষড়যন্ত্র: জয়প্রকাশ
Kaligunj: নিহত পড়ুয়ার পরিবারের অভিযোগ, বিরোধী দলের সমর্থক বলেই তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এমন একাধিক বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলেছে বলে অভিযোগ।

কলকাতা: ভোটে জেতার পরই বড়সড় অস্বস্তিতে পড়েছে শাসক দল। কালীগঞ্জে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। তাদের বিজয় মিছিল চলাকালীনই নাকি বাম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে বোমা, এমনই অভিযোগ পরিবারের। তবে সেই ঘটনার পর তৃণমূলের দাবি, এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে।
তৃণমূলের দিকে আঙুল ওঠার পর তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজয় মিছিল করছিল তৃণমূল। কিন্তু পিছন থেক বোমা মেরেছে বিজেপি।” তাঁর দাবি, এটা আসলে সম্পূর্ণভাবে বিজেপির ষড়যন্ত্র। পুরোটাই শুভেন্দু অধিকারীর মস্তিষ্কপ্রসূত বলেও দাবি করেছেন জয়প্রকাশ। কিন্তু এত বোমা এল কোথা থেকে? জয়প্রকাশের উত্তর, ‘বিজেপির কি বোমার অভাব আছে?’
তৃণমূলের আর এক নেতা কুণাল ঘোষের দাবি, এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র থাকতে পারে। তিনি বলেন, “তৃণমূলের এত ভাল ফল হয়েছে। তাই হয়ত কেউ কালিমালিপ্ত করার জন্য ভিতর থেকে এই কাজ করে থাকতে পারে।”
এদিকে, ঘটনার পর থেকেই কালীগঞ্জ জুড়ে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, পরিবারের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়েছে বামেরা।
এদিন, সকালেই এই কেন্দ্রে উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তারপরই এই ঘটনায় দলের অস্বস্তি বেড়েছে। ঘটনার পরই উদ্বের প্রকাশ করে এক্স মাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।





