কলকাতা: পুজো আসে পুজো যায়। নিয়োগ সেই বিশ বাঁও জলে। পুজোর আগে নিয়োগের দাবিতে রাস্তাতেই দিন কাটছে চাকরিপ্রার্থীদের। রাতভর গান্ধীমূর্তির নিচে ধরনায় চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে অবস্থানে ২০০৯ দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
এই সকল চাকরিপ্রার্থীরা ২০০৯ সালে পাশ করেছেন। তারপর থেকে কেটে গিয়েছে ১৪ বছর। এখনও চাকরি পাননি। নতুন করে আন্দোলনে নেমেছেন। পুজোর মুখেও প্রতিবাদে সামিল হয়েছেন। রাজপথের বুকে তাঁরা রাত কাটাচ্ছেন।
বুধবারই বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর সেখান থেকে তাঁরা গান্ধী মূর্তি পাদদেশে আসেন। অবস্থান বিক্ষোভ করেন। রাত্রিবেলা পুলিশ এসে অবস্থান তুলে দিতে চাইলেও অনড় থাকেন যে তাঁরা সেখান থেকে উঠবেন না। এরপর খোলা আকাশে-রাস্তায় শুয়ে বসে অবস্থান বিক্ষোভ করেন। বৃহস্পতিবারও অবস্থান বিক্ষোভ রয়েছে। আজও ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিক্ষোভরত এক চাকরিপ্রার্থী বলেন, “ডিসি জিজ্ঞাসা করলেন কেন এসেছি আমরা। দুটো সরকার বদলে গেল। রাজ্যপাল মুখ্যমন্ত্রী বদলে গেল। অথচ আমাদের নিয়োগ হয়নি। আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে। তাই আমরা এখানে অবস্থান করতে পারি। কালকে আবার ডেপুটেশন দেব। হয় ভবানীপুর নাহলে কালীঘাটে।”