AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joint Entrance Result: আজই Joint Entrance-র ফল, দুপুর ২টোয় রেজাল্ট, ৪টেয় মেধাতালিকা

Supreme Court: গত ৭ অগস্ট রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি জটের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে হয়। ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী যারা জয়েন্ট দিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। 

Joint Entrance Result: আজই Joint Entrance-র ফল, দুপুর ২টোয় রেজাল্ট, ৪টেয় মেধাতালিকা
ফাইল চিত্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 22, 2025 | 12:48 PM
Share

কলকাতা: ওবিসি জট কাটতেই বড় খবর। আজই প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল। শিক্ষা দফতর সূত্রে এমনটাই খবর। সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ হাতে পেলেই রেজাল্ট প্রকাশ করবে বোর্ড।

রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। প্রায় চার মাস হতে চলল, প্রকাশ হচ্ছিল না জয়েন্টের ফল। বাধা হয়ে দাঁড়াচ্ছিল ওবিসি বিতর্কই।

বোর্ড সূত্রে খবর, জয়েন্টের ফল তৈরিই রয়েছে, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সুপ্রিম নির্দেশ হাতে এলেই প্রকাশ করা হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল। জানা গিয়েছে, আজ দুপুর ২টোয় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হবে। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ হবে।

গত ৭ অগস্ট রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি জটের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে হয়। কলকাতা হাইকোর্টের আপত্তি ছিল রাজ্যের ওবিসি তালিকা মেনে জয়েন্টের ফলপ্রকাশে। রাজ্য ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী রাজ্য সরকার ফলপ্রকাশ করতে চাইছিল, যা নিয়ে আপত্তি ছিল হাই কোর্টের। ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী যারা জয়েন্ট দিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ওবিসি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ ছিল, পুরনো যে মামলা ছিল, সেখানে এই নতুন ক্যাটাগরি কীভাবে হতে পারে? আদালতের নির্দেশ ছিল, পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। ২০২৪ সালে মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকার ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চায় ২০১১ সালের ওবিসি সংশোধনের নিয়মে। তাতেই আপত্তি ছিল বিচারপতির।