কলকাতা: বহু প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও বিজেপি কর্মীদের স্লোগানে শুরুতেই তাল কেটেছে। তবে এটা এমন কিছু নয় বলেই দাবি জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানের সঙ্গে আমন্ত্রণ করেছিলাম। উনি অনুষ্ঠানে এসেছেন এমন কোনও কিছু ঘটেনি, যার জন্য রাগ করবেন উনি। ওনাকে ধন্যবাদ অনুষ্ঠানে এসেছেন।” একইসঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেন, “বেশ কিছু মানুষ স্লোগান দিয়েছেন হাওড়াতে, সেটা আবেগে দিয়েছে। এতে রাগ করার কিছু হয়নি। উনি অনুষ্ঠানে এসেছেন আমরা খুব আনন্দিত হয়েছি।”
হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর এদিন জোকা-তারাতলা মেট্রোর সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু সবুজ পতাকা নেড়ে জোকা স্টেশন থেকে মেট্রোরেলের সূচনা নয়, প্রথম সফরের সওয়ারিও হন রেলমন্ত্রী। তাঁর সফরসঙ্গী ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
এদিন প্রথম মেট্রো সফর করার পর তারাতলা স্টেশনে পৌঁছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, জোকা থেকে তারাতলা মেট্রো বহু বছর ধরে মানুষজন আশা করেছিল এবং সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছেয আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে আর বাদবাকি ১২ কিলোমিটারের কাজ দ্রুত সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের রেলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান রেলমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রেলের জন্য ১০,২৬২ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। যেখানে ২০১৪-এর আগে ৪০০০ কোটি টাকার বেশি বরাদ্দ হতো না। পশ্চিমবঙ্গের জন্য সেখানে নরেন্দ্র মোদী ডবলেরও বেশি টাকা অ্যালটমেন্ট করেছেন। এবং তাঁর আশা, পশ্চিমবঙ্গের জন্য একটা মডেল রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করবেন।”
মেট্রো সূত্রে খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি মেট্রো স্টেশন রয়েছে। মাত্র ১৫-২০ মিনিটেই এই সম্পূর্ণ রাস্তা অতিক্রম করা যাবে। যদিও এদিন প্রথম সফরে মেট্রোটি কোনও স্টেশনে থামেনি। জোকা থেকে শুরু হয়ে ট্রেনটি একেবারে তারাতলায় গিয়ে পৌঁছয়। আপাতত একটি ট্রেন-ই যাতায়াত করবে। পরবর্তীতে যাত্রীর চাপ বাড়লে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। এদিন এই মেট্রোর সূচনা হলেও পরিষেবা শুরু হবে নতুন বছরে, ২ জানুয়ারি। এই রুটে সর্বনিম্ন ভাড়া শুরু হচ্ছে ৫ টাকা থেকে। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। জোকা-তারাতলা মেট্রো চালু হওয়ায় এলাকার বাসিন্দা, বিশেষত পড়ুয়াদের যথেষ্ট সুবিধা হবে, এক ঘণ্টার রাস্তা ১৫-২০ মিনিটেই পৌঁছনো যাবে।