AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিডে আক্রান্ত জয় গোস্বামীর শারীরিক অবস্থা স্থিতিশীল, স্ত্রী কাবেরীর রিপোর্ট নেগেটিভ

রবিবার (Sun day) তাঁর কোভিড (Covid) রিপোর্ট পজিটিভ আসে

কোভিডে আক্রান্ত জয় গোস্বামীর শারীরিক অবস্থা স্থিতিশীল, স্ত্রী কাবেরীর রিপোর্ট নেগেটিভ
জয় গোস্বামী ও কাবেরী গোস্বামী
| Updated on: May 17, 2021 | 10:01 PM
Share

কলকাতা: করোনায় (Covid) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। জানা গিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার জয় গোস্বামীকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কবির স্ত্রী কাবেরী গোস্বামীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন কবি জয় গোস্বামী। সামান্য আচ্ছন্ন ভাব আছে। তাঁকে কিছুটা অক্সিজেন দিতে হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

রবিবার জয় গোস্বামী অসুস্থ হন। কয়েক বার বমি করেন। পাশাপাশি পেটের সমস্যা চলছিল কবির। এরপরেই তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। কবি জয় গোস্বামীর অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত পাঠকদের। বহু অনুরাগী কবির আরোগ্য প্রার্থনা করেছেন।