হবু ডাক্তারদের আন্দোলনে উত্তাল আরজিকর, অধ্যক্ষকে ঘেরাও করে চলছে বিক্ষোভ

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 09, 2021 | 8:19 PM

সূত্রের খবর, কলেজে ছাত্র ইউনিট গড়া নিয়ে গোটা ঘটনার সূত্রপাত হয়। যার পর থেকে নিজেদের প্রায় ১৫ দফা দাবিতে অনড় ছাত্র-ছাত্রীরা।

হবু ডাক্তারদের আন্দোলনে উত্তাল আরজিকর, অধ্যক্ষকে ঘেরাও করে চলছে বিক্ষোভ
চিত্র সাংবাদিক- চাঁদ মিঞা

Follow Us

কলকাতা: হবু চিকিৎসকদের বিক্ষোভে এ বার উত্তাল হয়ে উঠল আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সূত্রের খবর, কলেজে ছাত্র ইউনিট গড়া নিয়ে গোটা ঘটনার সূত্রপাত হয়। যার পর থেকে নিজেদের প্রায় ১৫ দফা দাবিতে অনড় ছাত্র-ছাত্রীরা। যা নিয়ে এ বার বড় আকারে আন্দোলন শুরু হয়েছে। হবু ডাক্তাররা অধ্যক্ষের সঙ্গে আলোচনার দাবি জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ। এরপর থেকেই নাগাড়ে আন্দোলন শুরু হয় এবং দুপুর থেকেই বিক্ষোভের মুখে পড়ে অধ্যক্ষ আটকে রয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে টালা থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে।

বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের মূল দাবি ছিল, ১৫ দফা দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে। এই দাবিতেই তাঁরা সুর চড়াচ্ছিলেন। কিন্তু পাঁচ ঘণ্টা কেটে যাওয়ার পরও যখন অধ্যক্ষ আলোচনায় বসতে চাননি, তখনই কার্যত ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় অধ্যক্ষ পুলিশের গাড়িতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে। গাড়ির সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৬ ঘণ্টা সময় কাটতে চললেও এখনও বিক্ষোভের জেরে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষ।

বিক্ষোভকারী হবু ডাক্তারদের বক্তব্য, সম্প্রতি কলেজে একটি ছাত্র ইউনিট গঠন করা হয়েছে। কিন্তু সেই ইউনিট গঠনের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীদের মতামত শোনা হয়নি। অধ্যক্ষ নিজের ‘ক্ষমতাবলে’ সেই ইউনিট গঠন করেছেন বলে অভিযোগ। পড়ুয়াদের আরও দাবি, গত দু’মাসে মেডিক্যাল কলেজে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহরের একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পড়ুয়াদের মধ্যে সাধারণত যে ধরনের সমন্বয় থাকা উচিত, কোথাও গিয়ে যে তাতেও গাফিলতি হয়েছে, সেটাও কার্যত আজকের ঘটনায় স্পষ্ট। যতক্ষণ না অধ্যক্ষ তাঁদের সঙ্গে কথা বলছেন, ততক্ষণ এই আন্দোলন চলবেও জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আরও পড়ুন: কলকাতা পুরসভায় ফের দেবাঞ্জনকাণ্ডের ছায়া! নিয়োগপত্র নিয়ে হাজির প্রার্থীরাই ধরাল ‘প্রতারক’কে

Next Article