কলকাতা: ব্রিজ কোর্স সম্পন্ন না করেই কী করে চাকরি? প্রাইমারি বোর্ডের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেই মামলার রিপোর্ট দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, গত ন’বছরে রাজ্যে প্রাথমিকে ব্রিজ কোর্স করানো হচ্ছে না। মামলকারীদের কাছে ওই রিপোর্টের পাল্টা হলফনামা চান বিচারপতি। আগামী ৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
পর্ষদের ডেপুটি সেক্রেটারি রিপোর্ট দিয়ে আদালতে জানায়, ২০১৫ সালে শেষবার চাকরিরত ডিএড ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকদের ছয় মাসের ব্রিজ কোর্স করানো হয়েছিল। তার পর থেকে এই কোর্স আর করানো হয়নি। হাইকোর্টে সাত জন চাকরিপ্রার্থী মামলা করে দাবি করেন, ২০২০ সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার বিএড ডিগ্রিধারী শিক্ষক ব্রিজ কোর্স সম্পূর্ণ করেননি। ওই কোর্স না করেই এখনও চাকরি করেছেন। এই চাকরি স্থায়ী হতে পারে না। কারণ, জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ (এনসিটিই)-এর নিয়ম মানা হয়নি।
মঙ্গলবার পর্ষদ রিপোর্ট দিয়ে জানিয়েছে, আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। কারণ, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ চলতি বছর ২ এপ্রিল শেষ হয়েছে। মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য, প্রায় ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তি অনুসারে, বিএড প্রশিক্ষিত প্রার্থীদের ৬ মাসের মধ্যে ব্রিজ কোর্স করানোর প্রয়োজন ছিল। কিন্তু প্রায় পাঁচ হাজার প্রাথমিক শিক্ষকের এখনও অবধি সেই প্রশিক্ষণ নেওয়া হয়নি।