Abhijit Gangopadhyay: আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকে অভিনন্দন: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Abhijit Gangopadhyay: আজ আচমকা পদ থেকে ইস্তফা দেওয়ার কথা সংবাদ মাধ্যমে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। এরপর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে আজ কিন্তু শাসকদল তৃণমূলকে বিঁধতে ছাড়েননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা: তৃণমূলের একাধিক নেতাকে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তোপের মুখে পড়তে হয়েছে। পাল্টা শাসকদলের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে। বিচারপতির দাবি, কখনও বলা হয়েছে, মাঠে এসে লড়াই করতে। কখনও আবার বলা হয়েছে সামনে আসতে। রবিবার, সংবাদ মাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানালেন, এবার শাসকদলেরই ইচ্ছাপূরণ করতে চলেছেন তিনি।
আজ আচমকা পদ থেকে ইস্তফা দেওয়ার কথা সংবাদ মাধ্যমে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। এরপর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে আজ কিন্তু শাসকদল তৃণমূলকে বিঁধতে ছাড়েননি।
সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আদালতে থাকাকালীন একাধিকবার তাঁকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাঁর উদ্দেশে কখনও কখনও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে। কটুকথা বলা হয়েছে। শুধু তাই নয়, ‘চ্যালেঞ্জের’ মুখে তাঁকে ফেলা হয়েছে। বলা হয়েছে, ‘মাঠে নেমে কথা বলুন।’ এরপরই তিনি বলেছেন, “আমি ভেবে দেখলাম, তাঁরা যখন এত করে ডেকেছেন, এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাঁদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত।” বিচারপতি এও জানিয়েছেন, এই অপমানজনক কথাবার্তা এবং পাশাপাশি যে আহ্বান, সেই জন্যই পদ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য শাসকদলকেই অভিনন্দন জানাব। বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি।”