Justice Abhijit Ganguly: হাইকোর্টের কাজে হস্তক্ষেপ কেন? বিচারককে বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2023 | 4:28 PM

Justice Abhijit Ganguly: সিবিআই-এর অভিযোগ শুনে বিচারপতি এদিন বলেন, "অবাক হচ্ছি, কেন এটা করা হল?" সাক্ষীদের গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি।

Justice Abhijit Ganguly: হাইকোর্টের কাজে হস্তক্ষেপ কেন? বিচারককে বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলের করার অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়, তাতে পুলিশকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল সিবিআই বিশেষ আদালত। আর সেই মামলায় সিবিআই অফিসারদের বারবার নোটিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার দাবি, তারা সাক্ষী হিসেবে যে চারজনের নাম দিয়েছিল, তাদেরকেও জেলে পাঠানো হয় নিম্ন আদালতের নির্দেশে। এ কথা শুনেই বিচারপতি নির্দেশ দেন, অবিলম্বে ওই সিবিআই বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করতে হবে।

নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। সে ক্ষেত্রে এই মামলায় কেন পুলিশকে যুক্ত করা হল, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। এ ক্ষেত্রে হাইকোর্টের কাজে হস্তক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। সিবিআই-এর দাবি, তাদের সাক্ষীকে জেলে পাঠানোর পর আর কেউ মুখ খুলতে চাননি। সাক্ষী হিসেবে চারজন চাকরি প্রার্থীর নাম পাঠিয়েছিল সিবিআই। এ কথা জেনেই ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সিবিআই-এর অভিযোগ শুনে বিচারপতি এদিন বলেন, “অবাক হচ্ছি, কেন এটা করা হল?” সাক্ষীদের গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। সিবিআই বা ইডি ছাড়া অন্য কেউ গ্রেফতার করতে পারবে না সাক্ষীদের। ৪ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিষ্ট্রার জেনারেলকে এ বিষয়ে রিপোর্ট দিতে না হয়েছে। ‘বিচারক খুব ভুল কাজ করেছেন’ বলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

বিচারপতি মন্তব্য করেন, “সিবিআই জজের কোনও কারণ নেই এই আদালতের (হাইকোর্টের) কাজে হস্তক্ষেপ করা। শুনেছি ওঁর বদলি হওয়ার কথা। কেন উনি এখনও বদলি হননি?” আগামী ৪ অক্টোবরের মধ্যে তাঁকে বদলি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রেজিষ্ট্রার জেনারেলকে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। বুধবার বিকেলেই আদালতে উপস্থিত হয়ে রেজিষ্ট্রার জেনারেল জানাবেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের পরিবর্তে কাকে নিয়োগ করা যাবে। অর্পণ চট্টোপাধ্যায় খুব ভুল কাজ করেছেন বলেও মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Next Article