Manik Bhattacharya: মানিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ কেন? CBI-এর কাছে আজই রিপোর্ট তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তদন্তে জেলে গিয়ে জেরা করা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়।

Manik Bhattacharya: মানিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ কেন? CBI-এর কাছে আজই রিপোর্ট তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
মানিক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 18, 2023 | 2:22 PM

কলকাতা: মানিক ভট্টাচার্যের মামলায় কয়েক ঘণ্টার মধ্যে সিবিআই-এর কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওএমআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট মানিকের জেরায় স্থগিতাদেশ দিলেও তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তারপরও প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে তদন্ত বন্ধ কেন? তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। আজ, সোমবার কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মানিককে গ্রেফতার করা হয়েছিল। ওএমআরশিট দুর্নীতি মামলাতেও নাম জড়ায় তাঁর। পোস্টিং সংক্রান্ত একটি মামলায় জেলে গিয়ে মানিককে জেরার নির্দেশ দেওয়া হয়েছিল।

সোমবার বিচারপতি প্রশ্ন করেন, দুর্নীতির মামলায় তদন্ত কেন বন্ধ হল? বিচারপতি মনে করিয়ে দিয়েছেন, শীর্ষ আদালত জেরায় নিষেধাজ্ঞা দিলেও মানিকের বিরুদ্ধে তদন্তে কোনও বাধা দেয়নি। তারপরে কেন বন্ধ সিবিআই-এর কাজ, জানতে চান বিচারপতি।

সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, একাধিক বার জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসাবাদ করা হলেও মানিক সহযোগিতা করেননি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মানিকের রক্ষাকবচ প্রত্যাহারের কোনও আবেদন করা হয়েছে কি না। এরপরই তদন্তের রিপোর্ট নিয়ে আসার নির্দেশ দেন বিচারপতি।

পোস্টিং দুর্নীতি মামলায় হাইকোর্ট মানিককে বেশ কয়েকবার জেরা করা হয়েছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, এই দুর্নীতির অভিযোগের সঙ্গে মানিক সরাসরি যুক্ত। পুরো বিষয়টা তাঁর মস্তিষ্ক প্রসূত বলেও মন্তব্য করেছিলেন তিনি। পরে সেই মামলায় সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের যুক্তি ছিল, ওই মামলায় পার্টি ছিলেন না মানিক।