Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার ইঙ্গিত, কার দলে যাবেন? দড়ি টানাটানি শুরু

Mar 03, 2024 | 3:21 PM

Justice Abhijit Gangopadhyay: যদিও এরইমধ্যে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাই সবথেকে বেশি জোরদার হয়েছে। শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন শোনা যাচ্ছে। লোকসভা ভোটের মুখে এই ছবি দেখা গেলে তা যে পদ্ম শিবিরের জন্য বিশাল মাইলেজ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Justice Abhijit Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার ইঙ্গিত, কার দলে যাবেন? দড়ি টানাটানি শুরু
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তাঁর একের পর এক রায়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য-রাজনীতি। চাপে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় দিয়েছেন সব যুগান্তকারী রায়। হয়ে ওঠেন আম-আদমির মসিহা। অন্যদিকে, তাঁর একাধিক নির্দেশ নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল। ভোট ময়দানে নামার আহ্বান জানিয়ে কটাক্ষ করে ঘাসফুল শিবির। আর বরিবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনীতিতে নামার ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তাঁর মুখে শোনা গিয়েছে, সিপিএম, বিজেপি, কংগ্রেসের কথা। তাঁকে নিয়ে দড়ি টানাটানিও শুরু হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তো একধাপ এগিয়ে একেবারে কংগ্রেসে যোগদানের প্রস্তাবও দিয়ে দিয়েছেন। স্পষ্ট বলেন, “ওনাকে বলব ভাল করে ভাবুন। আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব থাকল। বিবেচনা করার দায়িত্ব আপনার। কংগ্রেসে আপনি সম্মান, মর্যাদা সব পাবেন।”

যদিও সিপিএম বলছে, আচমকা এই সিদ্ধান্তে যাঁরা এতদিনের লড়াইয়েক মধ্যে নতুন করে আশার আলো দেখছিলেন তাঁরা কিছুটা বিপাকে পড়বেন। হতাশও হবেন। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বইমেলায় গিয়ে বামেদের স্টলেও গিয়েছিলেন। সেই সময় তাঁর সিপিএমে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এখন কী তাহলে সেটাই দেখা যেতে চলেছে? যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “আমার কাছে এরকম কোনও খবর নেই। উনি যোগদান করছেন এরকম কোনও খবর নেই।”

যদিও এরইমধ্যে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনাই সবথেকে বেশি জোরদার হয়েছে। শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন শোনা যাচ্ছে। লোকসভা ভোটের মুখে এই ছবি দেখা গেলে তা যে পদ্ম শিবিরের জন্য বিশাল মাইলেজ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও পদ্ম নেতারা এখনই বিশেষ খোলসা করে কিছু বলতে চাইছেন না। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় নাম। আরও অনেক বড় নাম রয়েছে। দেখুন আরও কত বড় বড় নাম আসবে। একসময় তো অভিষেক বলেছিলেন, ওরা দরজা খুললে বিজেপি পার্টিটাই উঠে যাবে। এবার আমরা দরজা খুললে কত বড় বড় লোক আসবে দেখতে থাকুন। তবে এবারে আর পচা আলু নেব না। বেছে বেছে নেব।”

Next Article