SSC Recruitment: ‘SSC একটা প্রজন্মের সঙ্গে খেলা করছে, প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক’, কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা বিচারপতির

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 17, 2023 | 2:22 PM

SSC Recruitment: ২০১১ সালের প্রাথমিক টেট প্রার্থীদের প্রশ্নে ভুল থাকা ও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেওয়ার অভিযোগ ওঠে।

SSC Recruitment: ‘SSC একটা প্রজন্মের সঙ্গে খেলা করছে, প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক’, কমিশনকে নজিরবিহীন ভর্ৎসনা বিচারপতির
এসএসসি-কে ভর্ৎসনা বিচারপতির

Follow Us

কলকাতা: কেলেঙ্কারি আর অনিয়মের দায়ে কার্যত জেরবার স্কুল সার্ভিস কমিশন। ‘রুমাল’কে বদলে ‘বেড়াল’ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে সামনে এসেছে সম্প্রতি। এবার ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় সেই কমিশনকে ফের ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশের ওপর ‘খবরদারি’ করছে কমিশন। এমনটাই বললেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার উচ্চ প্রাথমিকের ওই মামলায় এসএসসি চেয়ারম্যানকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০১১ সালের প্রাথমিক টেট প্রার্থীদের প্রশ্নে ভুল থাকা ও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেওয়ার অভিযোগ ওঠে। সেই প্রশ্নে মামলাকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নম্বর না দেওয়ায় ক্ষুব্ধ আদালত। কেন নম্বর দেওয়া হল না? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ব্যাক্তিগতভাবে হাজিরা দিয়ে উত্তর দিতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থার। আগামী শুক্রবার নতুন রিপোর্ট নিয়ে আদালতে যেতে হবে তাঁকে।

বিচারপতি মান্থা এদিন কমিশনকে বলেন, ‘আপনারা কোর্টের সঙ্গে খেলছেন। এসএসসি নিয়োগ করছে, অথচ তারাই ভুল প্রশ্ন করছে। সব পরিকল্পিত। আমার বলতে দ্বিধা নেই, এসএসসি একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে। আপনাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। জনমানসে আপনাদের এই আচরণে এসএসসি-র ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’ প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেবেন বলেও কমিশনকে হুঁশিয়ারি দেন বিচারপতি। তিনি আরও বলেন, ‘আমি সব নিয়োগে সন্দেহ প্রকাশ করছি। আমাকে বাধ্য করবেন না আরও কড়া পদক্ষেপ করতে। আপনারা কোর্টের নির্দেশের ওপর খবরদারি করছেন। আগেও এই মামলায় আমি বলেছিলাম, নিয়োগ দুর্নীতি হয়েছে। কিন্তু আজও দেখছি সেই একই পথে হাঁটছে এসএসসি।’

এদিন এসএসসি চেয়ারম্যানের পেশ করা হলফনামা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে আদালত। কমিশনের সিদ্ধান্ত, সিলেবাসের বাইরের কোনও প্রশ্নে নম্বর দেওয়া হবে না। কারণ তাহলে সবাইকে নম্বর দিতে হবে। কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছিল মামলাকারী ৮৩ জনকে ওই নম্বর দিতে হবে। গত বছরের ২৯ জুন এই নির্দেশ দিয়েছিল আদালত। ইংলিশ ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডিগ্রি বিষয়ের প্রশ্ন নিয়ে এই বিতর্ক তৈরি হয়।