কলকাতা: ইডি হেফাজতে রয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম ইডি-র জেরার মুখে পড়লেন তিনি। ইডি সূত্রে খবর, মঙ্গলবার সারাদিনে তাঁকে একবারই জেরা করেছেন গোয়েন্দারা। তবে জিজ্ঞাবাসাদে মন্ত্রী একেবারেই সহযোগিতা করছেন না বলে দাবি গোয়েন্দাদের।ইডি সূত্রে খবর, আলাদা একটি ঘরেই রাখা হয়েছে বনমন্ত্রীকে। জেরা করার সময় অন্য একটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। গোয়েন্দাদের দাবি, বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন বালু।
এ দিকে, তাঁর শরীরের কথা মাথায় রেখে নিরামিষ খাবার দেওয়া হয়েছে। প্রাতঃরাশে চা ক্রমি ক্রেকার বিস্কুট, একটি পাউরুটি খেয়েছেন। দুপুরে খেয়েছেন, অল্প ভাত, ডাল, দু’টো ছোট রুটি আর পাঁচমেশালী নিরামিষ তরকারি খেয়েছেন। অর্থাৎ খাবার ঠিকমতো খেলেও প্রশ্নের জবাব ঠিকঠাক দিচ্ছেন না বলেই ইডি সূত্রে খবর।
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত শুক্রবার গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেদিন এজালাসেই চেয়ার থেকে পড়ে যান মন্ত্রী। জ্ঞান হারান, বমি করেন। এরপর তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। সেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার পর সোমবারই ছুটি দেয় হাসপাতাল। এরপর ইডি তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করেন।