রবিবার সকালে প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। এ দিন, ইডি-র আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন তাঁকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের। তবে মন্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে বালুর আইনজীবী জানান, মক্কেলের শরীর অসুস্থ। তাই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের প্রয়োজন। তবে উল্লেখ্য বিষয় এ দিন মন্ত্রীর তরফে বিচারকের কাছে জামিনের আবেদন করা হয়নি। ব্যাঙ্কশাল কোর্টে এখনও শুনানি চলছে। বিচারক এখনও কোনও নির্দেশ দেননি।মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা এ দিন তুলে ধরা ব্যাঙ্কশাল আদালতে বিচারকের সামনে। বাদী-বিবাদী কথোপকথন এক নজরে…
ধীরাজ ত্রিবেদী (ইডি-র আইনজীবী): আমরা জেলে গিয়ে জেরা করতে চাইছি। বয়ান রেকর্ড করার জন্য ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে দেওয়া হোক।
শ্যামল ঘোষ এবং অনিন্দ্য রাউত (জ্যোতিপ্রিয়র আইনজীবী) : ইডি হেফাজতে মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সাত দিন আগেও যখন এই আদালতে তোলা হয়েছিল তখনের থেকেও অবস্থার অবনতি হয়েছে। এই মুহূর্তে তাঁকে যে কোনও সরকারি হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন। তাই তাঁর শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে নির্দেশ দেওয়ার আবেদন রইল।
ধীরাজ ত্রিবেদী (ইডি-র আইনজীবী): কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত প্রভাশালী ব্যক্তি। ওনাকে জেরা করে যা যা জানতে পেরেছি সেই বিষয় সকলের সামনে জানালে তদন্ত ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
আজ সিজিও থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীর অত্যন্ত খারাপ। প্রায় মৃত্যুশয্যায় রয়েছেন। বাঁ দিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছে। দু’জন ইডি আধিকারিক তাঁকে ধরে ধরে গাড়িতে তোলেন। পরে যদিও কোর্টে যাওয়ার সময় নিজেই উঠে পড়েন গাড়িতে।