Higher Secondary Registration: উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, লাগবে লেট ফাইনও

সুমন মহাপাত্র | Edited By: অংশুমান গোস্বামী

Nov 12, 2023 | 3:41 PM

রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় চেকলিস্ট জমা নেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। আগে চেকলিস্ট জমার সময়সীমা ছিল ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। এই দিন পরিবর্তন করে চেকলিস্ট জমার নতুন সময়সীমা হয়েছে ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর। এই সময়কালে আবার স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে।

Higher Secondary Registration: উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, লাগবে লেট ফাইনও
প্রতীকী ছবি
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ালো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। ৩০ নভেম্বর পর্যন্ত তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কাউন্সিলের তরফে। কিন্তু এই সময়সীমা অবধি রেজিস্ট্রেশন করাতে ‘লেট ফাইন’ দিতে হবে। ৩০ নভেম্বরই উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের শেষ দিন। এর পর এই সময়সীমা আরও বাড়ানো হবে না বলেও জানিয়েছে কাউন্সিল। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক কাউন্সিল জানিয়েছে, কোনও পরিস্থিতিতেই অফলাইনে রেজিস্ট্রেশনের কোনও অনুরোধ গ্রাহ্য করা হবে না।

রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় চেকলিস্ট জমা নেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। আগে চেকলিস্ট জমার সময়সীমা ছিল ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। এই দিন পরিবর্তন করে চেকলিস্ট জমার নতুন সময়সীমা হয়েছে ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর। এই সময়কালে আবার স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে। ফলে যে সমস্ত স্কুলে এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাদের সমস্যায় পড়তে হতে পারে।

এর আগেও রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছিল উচ্চ মাধ্যমিক কাউন্সিল। ২ নভেম্বর পর্যন্ত তা করা হয়েছিল। সেই দিন অবধি কোনও জরিমানা লাগেনি। কিন্তু ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত সীমায় লেট ফাইন দিতে হবে।

Next Article