Kabir Suman On Aparna Sen:’৫ বার বিয়ে করেছি, তাও মনে হবে বিয়ে করে ঠিক হয়নি ‘, অপর্ণার পরিবর্তন মন্তব্যে সুমনের ব্যাখ্যা

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 29, 2023 | 12:19 PM

Kabir Suman On Aparna Sen: বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন মমতাপন্থী বিদ্বজ্জনরা। তাঁদের মধ্যে ছিলেন অনামিকা সাহা, হরনাথ চক্রবর্তী, আবুল বাশার ও কবীর সুমন। সাংবাদিক বৈঠক থেকে কবীর সুমন তীব্র সমালোচনা করেন অপর্ণা সেনের মন্তব্যের।

Kabir Suman On Aparna Sen:৫ বার বিয়ে করেছি, তাও মনে হবে বিয়ে করে ঠিক হয়নি , অপর্ণার পরিবর্তন মন্তব্যে সুমনের ব্যাখ্যা
অপর্ণা সেনকে কটাক্ষ কবীর সুমনের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: বাম আমলের পরিবর্তন চেয়ে একসময় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল চলচ্চিত্র পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেনকে (Aparna Sen)। এবার তিনিই পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) বেলাগাম সন্ত্রাস আর মৃত্যুর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখেছেন। বলেছেন, বামেদের সরানো প্রয়োজন ছিল, কিন্তু এই পরিবর্তন চাননি। অপর্ণা সেনের এই মন্তব্যের তীব্র কটাক্ষ করলেন বুদ্বিজীবী তথা গায়ক কবীর সুমন।

বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন মমতাপন্থী বিদ্বজ্জনরা। তাঁদের মধ্যে ছিলেন অনামিকা সাহা, হরনাথ চক্রবর্তী, আবুল বাশার ও কবীর সুমন। সাংবাদিক বৈঠক থেকে কবীর সুমন তীব্র সমালোচনা করেন অপর্ণা সেনের মন্তব্যের। বলেন, “আমি ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন মনে হবে বিয়ে করে ঠিক হয়নি।” তাঁর বক্তব্য, পরিবর্তন যে কেউ চাইতেই পারেন। যতবারই পরিবর্তন হোক না কেন তাদের পছন্দ হবে না। এরপর সুমনবাবুর প্রশ্ন, “কিন্তু কেন অপছন্দ সেটি তাঁরা অনুগ্রহ করে জানাবেন?”একই সঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করতে শোনা যায় বুদ্ধিজীবী তথা এই গায়কের কথায়।

উল্লেখ্য, অর্পণা সেন মুখ্যমন্ত্রীকে পাঠানো তাঁর চিঠিতে লিখেছেন, “তিন বছর ধরে এই অত্যাচার চলছে। নির্বাচনী অত্যাচার, নির্বাচনের আগের অত্যাচার, নির্বাচনের পরের অত্যাচার। পঞ্চায়েত ভোটেও এভাবে মানুষের উপর অত্যাচার হবে! ৫২ জন মানুষ মারা গিয়েছেন। কত মানুষ নিখোঁজ, কত মানুষ ঘরছাড়া!” পরিচালক হতাশার সুরে বলেছেন, “খুব ভাল লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন।”

Next Article