Kalyanmay Gangopadhyay Arrested: সকালে জামিন, বিকেলে অন্য মামলায় জেল হেফাজত, মুক্তি মিলল না কল্যাণময়ের
Kalyanmay Gangopadhyay arrested: নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত বছর ১৬ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তাঁর নাম বাগ কমিটির রিপোর্টে ছিল। নিয়োগপত্র সই করে শান্তিপ্রসাদ সিনহার কাছে কল্যাণময় পাঠাতেন বলে অভিযোগ।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময়কে বুধবার শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই জামিন পেলেও জেল থেকে বেরনো হল না কল্যাণময়ের। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতারের আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। সেই মামলায় ৬ ডিসেম্বর পর্যন্ত কল্যাণময়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওই মামলায় কল্যাণময়ের পাশাপাশি অশোক সাহা, সুব্রত সামন্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নিজাম প্যালেসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত বছর ১৬ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তাঁর নাম বাগ কমিটির রিপোর্টে ছিল। নিয়োগপত্র সই করে শান্তিপ্রসাদ সিনহার কাছে কল্যাণময় পাঠাতেন বলে অভিযোগ। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারির এক বছরের বেশি সময় পর জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু অপর এক মামলায় গ্রেফতারির জেরে এখন জেল থেকে বের হতে পারবেন না তিনি।
তবে সূত্র মারফত জানা যাচ্ছ, কল্যাণময়ের বিরুদ্ধে সরাসরি কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি সিবিআই। যে জন্য সিবিআই তদন্ত নিয়েও উঠছে প্রশ্ন। এর জেরে কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জামিন মিলেছিল কল্যাণময়-সহ পাঁচ জনের।