কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ট্রেনের ৫ যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। আহত অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় পরিজনদের খবর না পেয়ে বিভিন্ন স্টেশনগুলিতে ভিড় বাড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা। তাঁদের সহায়তা করতে ইতিমধ্যে হেল্পলাইন নম্বর চালু হয়েছে বিভিন্ন স্টেশনে। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনের পাশাপাশি শিয়ালদহ, হাওড়া স্টেশনেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খোঁজ-খবর পেতে তাঁদের পরিজনদের সহায়তা করতে হাওড়া, শিয়ালদহ-সহ কাটিহার, আলুবাড়ি, ডালখোলা, কিষাণগঞ্জ, সামসি, বারসোই-সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নীচে হেল্পলাইন নম্বরগুলি দেওয়া হল
শিয়ালদহ স্টেশন হেল্পলাইন নম্বর- 033-23508794, 033-23833326
হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর- 03326413660,
হাওড়া স্টেশন অনুসন্ধান অফিস নম্বর- 033-26402242, 033-26402243
NJP এমার্জেন্সি নম্বর- 916287801758
নিউ বঙ্গাইগাঁও স্টেশন এমার্জেন্সি নম্বর- 9435021417, 9287998179
আলুবাড়ি রোড এমার্জেন্সি নম্বর- 8170034235
কিষাণগঞ্জ এমার্জেন্সি নম্বর- 7542028020, 06456-226795
ডালখোলা এমার্জেন্সি নম্বর- 8170034228
বারসোই এমার্জেন্সি নম্বর- 7541806358
সামসি এমার্জেন্সি নম্বর- 03513-265690, 03513-265692
কাটিহার এমার্জেন্সি নম্বর- 09002041952, 9771441956
বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমেরও বহু যাত্রী অভিশপ্ত এই ট্রেনে ছিল। তাই অসমেরও বিভিন্ন স্টেশনে চালু হয়েছে হেল্পলাইন নম্বর
গুয়াহাটি স্টেশন হেল্পলাইন নম্বর- 036-12731621, 036-12731622, 036-12731623
লুমডিং জংশন হেল্পলাইন নম্বর- 036- 74263958, 036-74263831, 036-74263120, 036-74263126, 036-74263858