
প্রীতম দে “কার্গিল সমাধির সামনে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারিনি। আর ভগবানকে বলেছি কী গুরুদায়িত্ব দিলে আমাকে। যেন এই অমর শহিদদের মান রাখতে পারি।” না। কার্গিল যুদ্ধে অংশ নেননি ইনি। যুদ্ধ না করেও সবার মন জয় করে নিয়েছেন। কার্গিল যুদ্ধের মিউজিয়ামটি এই চন্দ্রনাথ দাসের তত্ত্বাবধানেই সেজে উঠেছে রজত জয়ন্তীর সাজে। এমন কী কৃতিত্ব রয়েছে চন্দ্রবাবুর যে তাঁকেই এক কথায় এই গুরুদায়িত্ব দিলেন সেনাকর্তারা? সেকেন্ড ইন কমান্ড জিওসি , চিফ অফ দ্য আর্মি স্টাফ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা আগে থেকেই জানতেন চন্দ্রবাবুর মুন্সিয়ানার কথা। তাঁকে থিম দিতে বলেন। কার্গিল যাননি আগে কোনওদিন।...