Kargil War Museum: কার্গিল যুদ্ধের ২৫ বছরে উজ্জ্বল এক চন্দ্র

Kargil War Museum: কার্গিলের মিউজিয়াম সাজাতে হবে। সেনাবাহিনীর কাছ থেকে সেই দায়িত্ব পান চন্দ্রনাথ দাস। ৮০০০ ফুট ওপরে সরযূ নদীর তীরে শহিদের স্মৃতিসৌধের পাশে মিউজিয়াম। কীভাবে সেই মিউজিয়াম সাজালেন চন্দ্রনাথবাবু। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Kargil War Museum: কার্গিল যুদ্ধের ২৫ বছরে উজ্জ্বল এক চন্দ্র
কার্গিল যুদ্ধের মিউজিয়াম চন্দ্রনাথ দাসের তত্ত্বাবধানে সেজে উঠেছে

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 28, 2024 | 5:09 PM

প্রীতম দে “কার্গিল সমাধির সামনে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারিনি। আর ভগবানকে বলেছি কী গুরুদায়িত্ব দিলে আমাকে। যেন এই অমর শহিদদের মান রাখতে পারি।” না। কার্গিল যুদ্ধে অংশ নেননি ইনি। যুদ্ধ না করেও সবার মন জয় করে নিয়েছেন। কার্গিল যুদ্ধের মিউজিয়ামটি এই চন্দ্রনাথ দাসের তত্ত্বাবধানেই সেজে উঠেছে রজত জয়ন্তীর সাজে। এমন কী কৃতিত্ব রয়েছে চন্দ্রবাবুর যে তাঁকেই এক কথায় এই গুরুদায়িত্ব দিলেন সেনাকর্তারা? সেকেন্ড ইন কমান্ড জিওসি , চিফ অফ দ্য আর্মি স্টাফ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা আগে থেকেই জানতেন চন্দ্রবাবুর মুন্সিয়ানার কথা। তাঁকে থিম দিতে বলেন। কার্গিল যাননি আগে কোনওদিন।...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন