Kunal Ghosh: ‘তুমি মহারাজ সাধু হলে আজ’, কার্তিক মহারাজের ‘দম’, ‘সৎ সাহস’ নিয়ে প্রশ্ন কুণালের
Kunal Ghosh: কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন কুণাল বলেন, "মারাত্মক অভিযোগ। যে মহিলা অভিযোগ করেছেন, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নোটিস পাঠিয়েছিল। কার্তিক মহারাজ গেলেন না কেন? তুমি মহারাজ সাধু হলে আজ। দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা, বড় বড় কথা। সৎ সাহস থাকলে গেলেন না কেন?"

কলকাতা: কার্তিক মহারাজ প্রভাবশালী। তাঁকে গ্রেফতার করে ধর্ষণের অভিযোগের তদন্ত করতে হবে। মঙ্গলবার এই দাবি জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে সরব হলেন তিনি। কুণাল আশা প্রকাশ করেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে কার্তিক মহারাজকে কোনও রক্ষাকবচ দেবে না হাইকোর্ট।
কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এদিন কুণাল বলেন, “মারাত্মক অভিযোগ। যে মহিলা অভিযোগ করেছেন, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নোটিস পাঠিয়েছিল। কার্তিক মহারাজ গেলেন না কেন? তুমি মহারাজ সাধু হলে আজ। দুনিয়ার লোকের দিকে আঙুল তুলে খারাপ কথা, বড় বড় কথা। সৎ সাহস থাকলে গেলেন না কেন? তৃণমূলের কাউকে নোটিস দিলে, কোনও আইনি কারণে তিনি যদি না যান, বড় বড় কথা হয়। কার্তিক মহারাজ পালিয়ে যাচ্ছেন কেন? আইনগতভাবে আপনার হাইকোর্টে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু, এইটুকু দম হল না যে আমি যাই। এদিকে, নবগ্রামে মা-বোনেরা রাস্তায় নেমেছেন।”
এরপরই কার্তিক মহারাজকে গ্রেফতারের দাবি জানিয়ে কুণাল বলেন, “কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। আমরা পরিষ্কার বলছি, কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে। একজন মহিলা এত গুরুতর অভিযোগ আনার পর তিনি বাইরে ঘুরছেন কীভাবে? তাঁকে হেফাজতে নিতে হবে। তিনি প্রভাবশালী। তিনি বাইরে থাকলে অভিযোগকারিণীর উপর চাপ সৃষ্টি করবেন। কার্তিক মহারাজকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে হবে। তাঁকে আগে গ্রেফতার করা উচিত। আশা করব, ন্যায় বিচারের স্বার্থে কলকাতা হাইকোর্ট ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজকে কোনও রক্ষাকবচ দেবে না।”
কার্তিক মহারাজকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই নিয়ে কুণাল বলেন, “মহম্মদ সেলিমরা তো বিজেপির বি টিম। সেলিমদের ভোট কমলে বিজেপির ভোট বাড়ে। কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে, এই দাবি তুলতে এতদিন লাগল কেন?”
প্রসঙ্গত, গত ২৬ জুন মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগ, কার্তিক মহারাজ ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩৭৬ (২), ৩১৩, ৫০৬, ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে। এরপর সোমবার ভারত সেবাশ্রমে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। ১ জুলাই সকাল ১০টায় নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয় কার্তিক মহারাজকে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়েছেন কার্তিক মহারাজ। এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। FIR বাতিলের আবেদন জানিয়েছেন। তাঁর পাল্টা অভিযোগ, এটা সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবার তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা।

