Junior Doctor: মারাত্মক অভিযোগ, RG Kar আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে, বাড়িতে গেল পুলিশ

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 16, 2025 | 12:41 PM

Asfakullah Naiya: গত ১০ই ডিসেম্বর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তাঁরা অভিযোগ করেছিলেন সিঙ্গুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন। চিকিৎসা করছেন।

Junior Doctor: মারাত্মক অভিযোগ, RG Kar আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে, বাড়িতে গেল পুলিশ
আসফাকুল্লা নাইয়া, জুনিয়র ডাক্তার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আরজি কর আন্দোলনের সময় জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন আসফাকুল্লা নাইয়া। আন্দোলনের সময় তিলোত্তমার বিচারের দাবিতে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সাত দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এমনকী বাড়িতে এসেছে পুলিশও।

আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে কী অভিযোগ?

গত ১০ই ডিসেম্বর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তাঁরা অভিযোগ করেছিলেন সিঙ্গুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন। চিকিৎসা করছেন।

এরপর দেখা গেল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানেও এই বিষয়টি লেখা রয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানতে চাওয়া হয়েছে, কেন নাইয়া পিজিটি হয়েও সার্জেন পরিচয় দিয়ে চিকিৎসা করছেন? সাত দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।

যদিও, এই বিষয়ে আসফাকুল্লা সেই সময়ই জানিয়েছিলেন, বিষয়টি প্রতিহিংসা পরায়ন আচরণ। তাঁর বক্তব্য ছিল, যেহেতু ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কারণে আন্দোলন দমাতে এই পরিকল্পনা করা হচ্ছে। আসফাকুল্লা নাইয়া বলেন, “একজন ডাক্তার নিয়ম মেনে কি না মেনে মেডিক্যাল ক্যাম্প করেছেন। তার জন্য মেডিক্যাল কাউন্সিল নোটিসও দিয়েছে। ওরা লক্ষ্য লক্ষ্য নোটিস প্রতিদিন তৈরি করে। কিন্তু সকালবেলা যে সাদা পোশাকের পুলিশ আমার বাড়িতে গিয়ে যে তাণ্ডব চালালো কীসের ভয় দেখানোর চেষ্টা করছে। অন্যজনের জন্য একটা নোটিস আর আমার জন্য পুলিশ দলবল নিয়ে নোটিস দিতে আসছে কেন? আমি কি অন্য গ্রহ থেকে এসেছি।”

Next Article