School Students: ফেসবুক-ইন্সটায় সন্তানের পোস্ট করা ছবিই হাতিয়ার প্রতারকদের, ভুয়ো অপহরণের ফাঁদ থেকে সাবধান

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 14, 2023 | 6:53 AM

School Students: সম্প্রতি, কলকাতা সহ বিভিন্ন জেলায় শিশু অপহরণের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। কয়েকদিন আগে জলপাইগুড়ির এক স্কুল পড়ুয়াকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। গতকাল উত্তর ২৪ পরগনার একটি স্কুলেও থেকেও অপহরণ আতঙ্ক ছড়ায়। শুধু তাই নয়, খাস কলকাতাতেও এক পড়ুয়াকে স্কুল ছুটির পর বাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।

School Students: ফেসবুক-ইন্সটায় সন্তানের পোস্ট করা ছবিই হাতিয়ার প্রতারকদের, ভুয়ো অপহরণের ফাঁদ থেকে সাবধান
প্রতীকী ছবি।
Image Credit source: ANI

Follow Us

কলকাতা: বাড়িতে সদ্য নতুন সদস্য কিংবা বাড়ির খুদে সদস্যদের ছবি ভিডিয়ো সকলের সঙ্গে সামাজিক মাধ্য়মে শেয়ার করে নেন। বলাই চলে এটাই এখন ট্রেন্ড। কিন্তু সেই ট্রেন্ডের চক্করে অনেক অভিভাবকই ডেকে আনছেন নিজেদের বিপদ। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছবি বা ভিডিও বিপদে ফেলতে পারে বাড়ির ছোট্ট শিশুদের। পুলিশের পরিভাষায় এই বিষয়টিকে বলা হচ্ছে স্যারেন্টিং (sharenting)। আর এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি (CID)।

সম্প্রতি, কলকাতা সহ বিভিন্ন জেলায় শিশু অপহরণের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। কয়েকদিন আগে জলপাইগুড়ির এক স্কুল পড়ুয়াকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে। গতকাল উত্তর ২৪ পরগনার একটি স্কুলেও থেকেও অপহরণ আতঙ্ক ছড়ায়। শুধু তাই নয়, খাস কলকাতাতেও এক পড়ুয়াকে স্কুল ছুটির পর বাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ফলে রাজ্যের নয়া আতঙ্কের নাম এখন ‘ছেলে ধরা’ । এই পরিস্থিতিতে অভিভাবকদের স্যারেন্টিং থেকে সচেতন করতে পথে নামল পুলিশ।

স্যারেন্টিং কী?

বর্তমানে শিশুদের ছবি ভিডিয়ো যথেচ্ছ পরিমাণে শেয়ার করছেন অভিভাবকরা। এতে সন্তানদের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। ডিজিটাল কিডন্যাপিংয়ের প্রবণতা বাড়ছে। ছোটদের ছবি বিকৃত করে চলছে অপরাধ। নষ্ট হচ্ছে শিশুদের গোপনীয়তা। সাইবার বিশেষজ্ঞদের মতে অনেক সময় এই শিশুদের ছবি ভিডিয়ো যথেচ্ছ পরিমাণে শেয়ার করার ফলে, শিশুদের গোপনীয়তা একদিকে যেমন নষ্ট হচ্ছে ঠিক সেরকমই অপরাধ জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে পর্যাপ্ত তথ্য চলে আসছে ওই শিশুটি কিংবা শিশুটির পরিবারের বিষয়ে।

অন্যদিকে এই বিষয়ে সতর্ক করছেন মনোবিদরাও। একটি পরিসংখ্যান বলছে , শিশুদের মধ্যে ৭৩ শতাংশ ডিজিটাল ওয়ার্ল্ড এর প্রতি আকৃষ্ট। যার মধ্যে ৪০ শতাংশ নিজদের ব্যক্তিগত তথ্য শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। ৭ঘণ্টা ৩৩ মিনিট এর ও বেশী সময় তারা ব্যয় করে সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত, এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তাদের মত একই। একাধিক ভাবে সতর্ক থাকার কথা বলছেন তারাও।

 

Next Article