KMC: ‘কাজের চাপ নিতে পারছি না’, কলকাতা পৌরনিগমের অফিসেই আত্মহত্যার চেষ্টা

Sayanta Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 10, 2023 | 2:56 PM

KMC: আজ সকালে প্রথমে ১০০ ডায়ালে ফোন করেন ওই ব্যক্তি। তিনি জানান, অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না, তাই আত্মহত্যা করতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে লালবাজার থেকে নিউমার্কেট থানায় ফোন করা হয়। পুলিশ ছুটে যায়।

KMC: কাজের চাপ নিতে পারছি না, কলকাতা পৌরনিগমের অফিসেই আত্মহত্যার চেষ্টা
কলকাতা পুরনিগম।
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: অফিসে চরম ব্যস্ততা। তখনই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়েন পুলিশকর্মীরা। কলকাতা পুরনিগমের বাকি কর্মীরা তখন হতভম্ব। কী হয়েছে, প্রশ্ন করার আগেই পুলিশকর্মী প্রশ্ন করতে থাকেন পুরসভার সেন্ট্রাল রেকর্ডের ঘর কোনটা? পুরসভার কর্মীরা আঙুল উঁচিয়ে দেখাতেই দৌড়ে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখা যায়, পৌরসভারই এক কর্মী ততক্ষণে গলায় দড়ি দিয়ে দিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঠিক কী ঘটেছে?

আজ সকালে প্রথমে ১০০ ডায়ালে ফোন করেন ওই ব্যক্তি। তিনি জানান, অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না, তাই আত্মহত্যা করতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে লালবাজার থেকে নিউমার্কেট থানায় ফোন করা হয়। পুলিশ ছুটে যায়। পৌরনিগমে ওই ব্যক্তি যখন বিভাগের ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন। তখনই পুলিশ এসে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে গলায় ফাঁস লাগাতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

এই অফিসেই আত্মহত্যার চেষ্টা

কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, “অন্য কোনও সমস্যা থাকতে পারে, তবে কাজের সেরকম কোনও চাপ নেই, যার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কাজের চাপে এই ধরনের ঘটনা বলে মনে হয় না। পুলিশ তদন্ত করছে। তাতেই সত্যটা সামনে আসবে।”

Next Article