KMC: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের, চলবে বিশেষ নজরদারি

Sayanta Bhattacharya | Edited By: অংশুমান গোস্বামী

May 17, 2023 | 11:38 PM

সম্প্রতি ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার জেরে কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম একটি জয়েন্ট মেকানিজম গ্রুপ গঠনের লক্ষ্যে এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন। কলকাতা পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি এ দিন সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ, কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগের আধিকারিক এবং কলকাতা পুরসভার পুরো কমিশনার বিনোদ কুমারের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়।

KMC: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের, চলবে বিশেষ নজরদারি
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: শহর কলকাতায় যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর কোনও মানুষের মৃত্যু না হয়, তা নিশ্চিত করতে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। যে বা যারা অনৈতিকভাবে বিদ্যুৎ চুরি করছে, হুকিং করছে, বা পোলগুলিতে খোলা অবস্থায় বিদ্যুতের তার ঝুলিয়ে রাখছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করবে কলকাতা পুলিশ। পাশাপাশি এই ধরনের অবৈধ বিদ্যুতের কারবারিদের চিহ্নিত করে এবং যাদের অনৈতিক কাজের জন্য মানুষের প্রাণহানি ঘটবে- তাদের বিরুদ্ধে ৩০৭ ধারা বা মার্ডার চার্জ আনা যায় কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শহর কলকাতায় বিদ্যুৎ চুরি রুখতে এবার থেকে ৩৬৫ দিন ২৪ ঘন্টা মনিটরিং করার লক্ষ্যে জয়েন্ট মেকানিজম করে তোলারও পরিকল্পনা নিলেন ফিরহাদ। কলকাতা পুলিশ, সিইএসসি, কলকাতা পুরসভার লাইটিং বিভাগ, এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদ এর আধিকারিকদের নিয়ে গঠিত এই জয়েন্ট মেকানিজম গ্রুপ বিভিন্ন এলাকার বিদ্যুৎ বাহিত পুলগুলি এবং এলাকার ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন লাইনগুলি ওপর নজরদারি চালাবে। কোনও রকম অনৈতিক ব্যাপার নজরে এলেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি এই ধরনের অনৈতিক ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলেও এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সম্প্রতি ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার জেরে কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম একটি জয়েন্ট মেকানিজম গ্রুপ গঠনের লক্ষ্যে এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন। কলকাতা পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি এ দিন সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ, কলকাতা পুরসভার বিদ্যুৎ বিভাগের আধিকারিক এবং কলকাতা পুরসভার পুরো কমিশনার বিনোদ কুমারের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়।

আসন্ন বর্ষার কথা মাথায় রেখে, শহর কলকাতার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সমস্ত রকম ভাবে প্রস্তুতি চূড়ান্ত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র, ফিরহাদ হাকিম। মূলত শহর কলকাতা জুড়ে যে সমস্ত নিকাশি খাল গুলি সংস্কারের কাজের গতিপ্রকৃতি এবং কতটা কাজ এখনও পর্যন্ত শেষ হয়েছে ও কতটা কাজ এখনও বাকি রয়েছে রাজ্য সেচ দফতরের কাছ থেকে তার খতিয়ান নেওয়া হয়। শহর কলকাতায় ভারী বর্ষণ হলে অতি দ্রুত জল বের করার জন্য প্রতিটি খালের সঙ্গে সংযুক্ত লগ গেট গুলির যথাযথ রক্ষণাবেক্ষণ এর কাজ শেষ করা, শহরের সমস্ত পাম্পিং স্টেশনের পাম্প মেশিনগুলি এর রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শেষ করে তা প্রস্তুত করে রাখা, যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় উদ্ধার কার্য যাতে দ্রুত করা যায় তার জন্য ফায়ার সার্ভিস ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে প্রস্তুত রাখা। আইনশৃঙ্খলা ও জনজীবনকে সচল রাখার লক্ষ্যে কলকাতা পুলিশের তৎপরতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা। সহ একাধিক বিষয় নিশ্চিত করার লক্ষ্যে একটি জয়েন্ট মেকানিজম গঠন করে কাজ শুরু করা ও প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হয় এদিনের বৈঠকে।

শহর কলকাতার জল জমার বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এদিন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার থেকে কলকাতা পুরসভার কন্ট্রোলরুমে বর্ষা শুরুর সময় থেকে নিকাশি খাল গুলির বিভিন্ন বিষয়ে মনিটরিং করার লক্ষ্যে একজন আধিকারিক এই কন্ট্রোলরুমে ডিউটি করবেন। অন্যদিকে শহর কলকাতার বেশ কিছু প্রান্তে কেএমআরসিএল ও মেট্রো রেল কর্তৃপক্ষ যে সমস্ত কাজকর্ম চালাচ্ছে, তা বর্ষার পূর্বে দ্রুত শেষ করার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম।

Next Article