কলকাতা: বুধবার ময়দানের প্রাতঃভ্রমণকারীর উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় এখনও আতঙ্ক রয়েছে। অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের মধ্যে আজও আতঙ্কের ছাপ স্পষ্ট। আজ, বৃহস্পতিবার সকালে ময়দানের (Maidan) ছবিটা অন্যরকম। গতকালের ছিনতাইয়ের ঘটনার পর আজ পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ময়দান অঞ্চলে। চলছে পুলিশি টহলদারিও।
প্রাতঃভ্রমণকারীরা জানাচ্ছেন, ছিনতাই আর হামলার ঘটনায় তাঁরা আতঙ্কিত এখনও। অনেকেই বুধবারের ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেননি। অনেকে হাঁটতেই আসেননি। প্রাতঃভ্রমণকারীরা বলছেন, তাঁদের নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা হোক। রবীন্দ্র সরোবরে পুলিশি নিরাপত্তা কিছুটা থাকে প্রয়োজনে আরও বাড়ানোর কথা ভাবতে হবে প্রশাসনকে।
প্রসঙ্গত, বুধবার ময়দানে প্রাতঃভ্রমণে এসেছিলেন বড়বাজারের বছর পঁচিশের যুবক হরগোবিন্দ ব্যাস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুয়ায়ী, এক ব্যক্তি স্কুটিতে পিছন থেকে আসেন। অতর্কিতে হরগোবিন্দের ওপর ছুরি দিয়ে হামলা চালান। তাঁকে এলোপাথাড়ি কোপান। রক্তাক্ত হয়ে হরগোবিন্দ মাটিতে পড়ে গেলে, তাঁর কাছে থাকা মোবাইল, টাকা, সোনার চেন নিয়ে চম্পট দেন স্কুটিচালক।
প্রত্যক্ষদর্শীদের আরেকটি অংশ জানাচ্ছে, স্কুটিতে মূলত দু’জন ছিলেন। পিছনে বসে থাকা ব্যক্তিই ছুরি দিয়ে হরগোবিন্দের হাতে-পায়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় হরগোবিন্দকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। আরও পড়ুন: কবে থেকে শুরু স্নাতক-স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া? বিজ্ঞপ্তি প্রকাশ